বাংলা হান্ট ডেস্কঃ ঝুলছে ২৬ হাজারের চাকরি। বহু টালবাহানার পর এসএসসি ২৬০০০ চাকরি বাতিল মামলার (SSC Recruitment Scam) শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। রায়দান আপাতত স্থগিত রেখেছে সর্বোচ্চ আদালত। এরই মধ্যে কিছু নথি পেশ করতে চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission or SSC)। সূত্রের খবর, আদালতে হলফনামা দিয়ে এসএসসি জানিয়েছে, অযোগ্য চাকরিপ্রার্থীদের সংখ্যা ৫ হাজার ৩০৩ জন।
সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের-SSC Recruitment Scam
এখানে বলে রাখা ভালো আগে এই এসএসসি-ই জানিয়েছিল, অযোগ্য চাকরিপ্রার্থীর সংখ্যা ৫ হাজার ৪৮৫। হলফনামায় সেই সংখ্যা কমে গিয়ে হল ৫ হাজার ৩০৩। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের (ssc recruitment scam) চাকরি তো যাবেই পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও। এমনকি যোগ্য ও অযোগ্য প্রার্থী পৃথকীকরণ সম্ভব না হলে পুরো প্যানেল বাতিল করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে বড় খবর! এবার খোদ CBI-কে কোর্ট নোটিশ! হঠাৎ কী হল?
২৬০০০ চাকরি বাতিল মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ। এর আগে শুনানিতে এসএসসি জানিয়েছিল, ব়্যাঙ্ক জাম্পিং ও প্যানেলের বহির্ভূত মোট ৫৪৮৫ জন চাকরি পেয়েছেন। এবার তারা যে হলফনামা দিল তাতে সেই সংখ্যাটা কিছুটা কমল। কোথায় কত ব়্যাঙ্ক জাম্পিং, প্যানেলের বহির্ভূত নিয়োগ সব কিছুর হিসেব দিয়েছে কমিশন।
উল্লেখ্য, গত বছর ১৮ এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যে। উচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি যায় প্রায় ২৬০০০ জনের।
আরও পড়ুন: চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরাতে গাফিলতি করছে রাজ্য! তুলোধোনা হাইকোর্টের
হাইকোর্টের রায়ের ৪৮ ঘণ্টার মধ্যেই তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলেরই চাকরি বহাল রাখা হয়েছে। সকলকে রক্ষাকবচ দিয়েছে আদালত। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের (ssc recruitment scam) চাকরি তো যাবেই পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও। শুনানি শেষ, এবারে রায়ের দিকে তাকিয়ে সকলে।