তিন নয়, ২ মাসের মধ্যে হবে সব নিয়োগ! যোগ্যদের জন্য বিরাট প্রতিশ্রুতি কমিশনের, শুরু প্রস্তুতি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ এক বছরের বহু টালবাহানার পর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কলমের খোঁচায় চাকরি গিয়েছে প্রায় ২৬০০০ জনের (SSC Recruitment Scam)। প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেন। যদিও সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয় যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অর্থাৎ যোগ্যরা নতুন করে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আগামী ৩ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে রাজ্যকে। এই নিয়েই এবার বিরাট দাবি কমিশনের (School Service Commission)।

চাকরিহারাদের বড় প্রতিশ্রুতি কমিশনের-SSC Recruitment Scam

তিন মাস নয়, প্রয়োজনে দু’মাসের মধ্যেই অধিকাংশ নিয়োগ সম্পন্ন হবে বলে জানিয়ে দিল SSC. যোগ্য চাকরিহারাদের উদ্দেশে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘সরকারের ইচ্ছানুযায়ী কমিশন কাজ করতে প্রস্তুত। তিন মাসের মধ্যে মেধা তালিকা প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া শুরু হবেই। প্রয়োজনে, দু’মাসের মধ্যে সেই কাজ শেষ করার চেষ্টা হবে।’ ‘বর্তমান’-কে দেওয়া সাক্ষাতকারে জানালেন SSC- র চেয়ারম্যানের।

শনিবার এই দাবি করেন সিদ্ধার্থবাবু। বলেন, মুখ্যমন্ত্রীর ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখেই সবটা যত দ্রুত সম্ভব করা হবে। প্রসঙ্গত, শুক্রবার সাংবাদিক বৈঠকে SSC- র চেয়ারম্যান বলেন, তিন মাসের মধ্যে এই নিয়োগ সম্পন্ন হওয়া সম্ভব নয়। এই নিয়ে বড় বিভ্রান্তির সৃষ্টি হয়। এই বিষয়েই বর্তমান’-কে দেওয়া সাক্ষাতকারে সবটা স্পষ্ট করলেন তিনি।

সিদ্ধার্থবাবু বলেন, ‘একটি নিয়োগ প্যানেলের বৈধতা থাকে এক বছর। তাই ততদিন পর্যন্ত নিয়োগ পুরোপুরি সমাপ্ত বলে দাবি করা যায় না। এই ব্যাখ্যাই দিয়েছিলাম আমি।’ সূত্রের খবর, দু’মাসের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াশেষ করার প্রস্তুতি নিচ্ছে এসএসসি। যারা সরাসরি ‘অযোগ্য’ তাদের বাদ দিয়েই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আদালতের নির্দেশ মেনে কমিশন তিন মাসের মধ্যেই যাতে সবটা শেষ করা যায় সেই মত এগোচ্ছে।

এদিকে সুপ্রিম রায়ে সর্বোচ্চ আদালত জানিয়েছিল, চাকরিহারাদের মধ্যে যারা নিজেদের পূর্বতন চাকরি ছেড়ে এই চাকরিতে যোগ দিয়েছিলেন তারা নিজেদের পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করতে পারবেন। আগামী তিন মাসের মধ‍্যে তাদের পূর্বতন কাজে ফেরত পাঠাতে হবে।

চাকরিহারাদের মধ্যে অযোগ্য প্রার্থীদের তালিকায় পড়েন না, আগে রাজ্য সরকারের অন্য দফতরে কাজ করতেন এমন প্রার্থীরা এখন নিজেদের আগের কর্মক্ষেত্রে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের ভিত্তিতে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট দফতরকে তাঁদের পদ ফিরিয়ে দিতে হবে বলে রায়ে উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট।

সর্বোচ্চ আদালত বলে দিয়েছে, যে পদে কাজ করতেন, তাজে সেই পদই ফেরাতে হবে। তাদের এই পুনরায় কাজে যোগ দেওয়া কোনওভাবেই ব্রেক অব সার্ভিস হিসেবে বিবেচনা করা হবে না। তবে যতদিন তারা ওই চাকরি করেননি, তার জন্য রাজ্য সরকারকে কোনো বেতন দিতে হবে না বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: স্বাধীনতার ৮০ বছর পরেও সরকারি চাকরির অভাব! আক্ষেপ প্রকাশ করে বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট

এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছিলেন, “অন্য চাকরি থেকে কেউ এসে থাকলে, সেই তথ্য আমাদের কাছে আছি কি না, তা দেখতে হবে। যিনি চাকরিরত, তিনিই সেটা জানবেন।।তিনিই পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করবেন।” এদিকে ৭ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের বক্তব্য শোনার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থাকবেন। বর্তমানে অধিকাংশ চাকরিহারা সেইদিকেই তাকিয়ে রয়েছে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X