বাতিলের পথে ২৬০০০ চাকরি? সুপ্রিম কোর্টে SSC মামলা নিয়ে বিরাট আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগে দুর্নীতির অভিযোগে মে মাসে এসএসসি ২০১৬ (SSC Reruitment Scam) সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। আদালতের এক রায়ে চাকরি হারান প্রায় ২৬০০০ জন। পরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) যায় রাজ্যে। সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশের উপরে ১৬ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দেয়। এখনও সুপ্রিম কোর্টে ঝুলছে সেই SSC মামলা। এরই মাঝে সামনে বিরাট আপডেট।

সুপ্রিম কোর্টের পথে স্কুল সার্ভিস কমিশন

সূত্রের খবর, তথ্যগত গরমিলের ব্যাখ্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন SSC। পর্ষদের নিয়োগ ও SSC-এর সুপারিশের হিসেব মিলছে না বলেই এই পদক্ষেপ বলা জানা যাচ্ছে। এই গরমিল তত্ত্ব কলকাতা হাইকোর্টেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এবার তার ব্যাখ্যাই সুপ্রিম কোর্টে দিতে এসএসসি। এমনটাই সূত্রের খবর।

আগামী ১৬ই জুলাই এসএসসি (SSC Reruitment Scam) ২০১৬ চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তার আগে এখন যোগ্যদের চাকরি বাঁচাতে তৎপর কমিশন। পর্ষদের সঙ্গে এসএসসির সুপারিশের যে তথ্যগত পার্থক্য রয়েছে তার ব্যাখ্যা দেওয়ার লক্ষ্যেও জোর কদমে কাজ চালাচ্ছে এসএসসি।

এই বিষয়ে আইনজীবি ফিরদৌস শামীম জানান, কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন বোর্ড এবং কমিশন যে হলফনামা জমা করেছিল তাতে গরমিল স্পষ্টতই সামনে এসেছে। তার উপর ভিত্তি করে সিবিআই তদন্তও হয়েছিল। এবার সুপ্রিম কোর্টে তারা যে তথ্য পেশ করতে চলেছেন তা যদি পূর্বের দেওয়া তথ্যের সঙ্গে না মেলে সেক্ষেত্রে আদালত সিদ্ধান্ত নেবে।

da arrear case supreme court

আরও পড়ুন: রেশন দুর্নীতিতে টাকা ফেরত দিতে চাওয়াই কাল হল! আরও বিপাকে টলি ‘কুইন’ ঋতুপর্ণা সেনগুপ্ত

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। তবে সুপ্রিম কোর্টের শর্ত ছিল যত দিন বিচার প্রক্রিয়া চলবে তত দিনই চাকরি থাকবে সবার। পরে বেআইনি নিয়োগের অভিযোগ যার বিরুদ্ধে প্রমাণিত হবে, তার চাকরিই যাবে। পাশাপাশি এত দিন পাওয়া বেতনের টাকাও ফেরত দিতে হবে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর