‘স্ক্যানারে’ মমতার মন্ত্রীসভা! সবার বিরুদ্ধে ছিল তদন্তের নির্দেশ, কিছুক্ষণ পরই শুনানি সুপ্রিম কোর্টে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ SSC নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) নিয়ে তোলপাড়। এরই মধ্যে আজ সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার এজলাসে রাজ্যের শিক্ষক নিয়োগের সুপারনিউমেরারি (অতিরিক্ত) পদ সংক্রান্ত মামলা উঠতে চলেছে। সূত্রের খবর, ৮ এপ্রিল এই মামলা সুপ্রিম কোর্ট শুনবে হবে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল।

মঙ্গলে শুনানি সুপ্রিম কোর্টে- SSC Recruitment Scam

আজ সুপারনিউমেরারি পদের নিয়ে রাজ্যের বক্তব্য শুনবে সর্বোচ্চ আদালত। এসএসসি মামলায় রায়ে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, এই মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই। অর্থাৎ ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল সেই নির্দেশ বহাল রাখে সর্বোচ্চ আদালত।

এই মামলার প্রেক্ষিতেই গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, সেই মামলাই শুনতে চলেছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, এসএসসিতে নিয়োগের জন্য প্রায় ছ’ হাজার সুপারনিউমেরারি পদ তৈরি করা হয়েছিল, যার উপর বর্তমানে স্থগিতাদেশ দিয়ে রেখেছে শীর্ষ আদালত।

আগে কী রায় দিয়েছিল হাইকোর্ট?

সুপারনিউমেরারি পোস্ট তৈরি করে রাজ্য সরকারের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ উঠেছিল। সেই মামলা কলকাতা হাইকোর্টে উঠলে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তি, যারা অতিরিক্ত পদ তৈরির ক্ষেত্রে অনুমোদন দিয়েছিল, তাদের বিরুদ্ধেও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়।

গত বছর এপ্রিল মাসে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি রশিদির বেঞ্চ চাকরি বাতিল করে রায় দেয়, এই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে।

Supreme Court

আরও পড়ুন: মঙ্গলে বাড়বে বৃষ্টি! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি: আবহাওয়ার খবর

পরে সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় এসএসসি, রাজ্য সরকার। হাইকোর্টের নির্দেশের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সুপারনিউমেরারি পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয়। সেই সময় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, রাজ্য সরকারি অফিসার বা মন্ত্রীদের বিরুদ্ধে কোনও তদন্ত করতে পারবে না সিবিআই।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X