বাংলা হান্ট ডেস্কঃ একধাক্কায় বাতিল হয়েছে প্রায় ২৬,০০০ চাকরি। দুর্নীতির জেরে গত বছরই ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের সেই রায়ই বহাল রেখেছে শীর্ষ আদালত (Supreme Court)। এবার সুপ্রিম-রায়ে চাকরি হারানো মেহবুব মণ্ডলকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মেহবুব র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, দাবি করেন তিনি।
চাকরিহারা মেহবুবকে নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)!
চলতি মাসেই এসএসসি ২৬,০০০ মামলায় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব না হওয়ায় সকলের চাকরি বাতিল করেছে আদালত। এমনই একজন চাকরিহারা হলেন মেহবুব মণ্ডল। এবার তাঁকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
সোমবার হুগলি জেলার চাঁপদানিতে একজন কার্যকর্তার বাড়িতে গিয়েছিলেন শুভেন্দু (Suvendu Adhikari)। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই রাজ্যের বিরোধী দলনেতা জিজ্ঞেস করা হয়, একাংশের ‘যোগ্য’ অথবা ‘চিহ্নিত নয়’ এই ধরণের চাকরিহারারা বলছেন, ঠিক মতো তদন্ত হয়নি।
আরও পড়ুনঃ ‘হিন্দুশূন্য হয়ে যাচ্ছে রাজ্য, সব দায় মমতা ও তার সরকারের’! বোমা ফাটালেন দিলীপ ঘোষ
এই প্রশ্নের জবাবেই মেহবুবকে নিশানা করেন শুভেন্দু। বিজেপি (BJP) বিধায়ক বলেন, ‘কে যোগ্য? ওই মেহবুব মণ্ডল? উনি তো র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন। তৃণমূল ওকে তো আবার গাড়ি ভাড়া করে দিল্লি পাঠিয়েছে। এই সব খেলা চলবে না। আমরা ২০১৬ সালের ২৩ লক্ষ চাকরিপ্রার্থীর পক্ষে। তাদের সঙ্গে যেটা হয়েছে, সেটা অন্যায়’।
এই প্রথম নয়, এর আগেও এসএসসি (School Service Commission) চাকরি বাতিল কাণ্ডে ‘যোগ্য-অযোগ্য’ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। গত ৭ এপ্রিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে ‘যোগ্য’ চাকরিহারাদের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিজেপি বিধায়ক বিস্ফোরক মন্তব্য করেন।
শুভেন্দু বলেছিলেন, ‘এরা কেউ প্রকৃত মেধাযুক্ত শিক্ষক, শিক্ষিকা অথবা শিক্ষাকর্মী নন। এরাই চব্বিশে নির্বাচন করেছে, ভোট লুঠের কাজ করেছে। ডায়মন্ড হারবারে তো টেন্ডেড শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দিয়ে নির্বাচন করানো হয়েছে’।
উল্লেখ্য, এসএসসি মামলায় সুপ্রিম-রায়ে বাতিল হয়েছে ২৫,৭৫২ জনের চাকরি। গত শুক্রবার চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আশ্বাস দেন, আইনি পরামর্শ নিয়ে যোগ্য-অযোগ্যেদের তালিকা প্রকাশ করা হবে। এই আবহে মুখ খুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ‘যোগ্য-অযোগ্য’ প্রশ্নে চাকরিহারা মেহবুবকে নিশানা করলেন তিনি।