‘এই’ ৫ হাজার জনকে ১২% সুদ সহ ফেরাতে হবে বেতন! এক এক জন চাকরিহারাকে কত টাকা দিতে হবে?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ SSC নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) সুপ্রিম কোর্টের রায়ে (Supreme Court Verdict) চাকরিহারা ২৫,৭৫৩ জন। তাদের সবাইকে এতদিনের বেতনের টাকা ফেরাতে না হলেও কিছু সংখ্যককে ১২% সুদ সহ বেতন ফেরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

বিপাকে চাকরিহারারা-SSC Recruitment Scam

সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, প্যানেলে নাম নেই এমন প্রার্থী কিংবা যারা সাদা খাতা জমা দিয়ে বা উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিটে জালিয়াতি করে চাকরি পেয়েছেন, তাদের সকলকে সুদ সহ সমস্ত বেতন ফেরাতে হবে। সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সেই সংখ্যা ৫ হাজার ৪৮৫ জন। SSC-র নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি-তে বেআইনি নিয়োগের ক্ষেত্রে এই টাকা ফেরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

BJP leader family members lost job in SSC Recruitment scam case verdict

কাদের কত টাকা ফেরাতে হবে?

তথ্য বলছে, নবম দশমে চাকরির ক্ষেত্রে একজননের স্টার্টিং স্যালারি ৪০ হাজারের আশেপাশে। ২০১৯ থেকে বেতন পেলে ২০২৪-এর মার্চ অবধি সেটা প্রায় ২৪ লক্ষের কাছাকাছি। যদি বেতন বাড়ে তাহলে তার পরিমাণও বাড়বে। এর উপর ১২% সুদ বসালে প্রায় ২৭ লক্ষ টাকার আশেপাশে ফেরত দিতে হবে।

Many school teachers are leaving for SSC recruitment scam Supreme Court verdict

একাদশ-দ্বাদশের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি ৪৪ হাজারের আশেপাশে। ২০১৯ থেকে বেতন পেলে ২০২৪-এর মার্চ অবধি সেটা প্রায় ২৬ লক্ষের কাছাকাছি। সেই হিসেব মত ১২% সুদ সহ তাদের প্রায় ৩০ লক্ষ টাকা ফেরাতে হবে। গ্রুপ সির ক্ষেত্রে চাকরির একেবারে শুরুতে বেতন হয় ২৬-২৭ হাজার টাকা। স্টার্টিং স্যালারি ধরে হিসেব কষলে ২০২৪ অবধি ১৬ লক্ষর টাকার আশেপাশে হবে। এখন তাদের ফেরাতে হবে প্রায় ১৮ লক্ষ টাকা।

আরও পড়ুন: অঙ্ক কষা হাতে বোমা বানালে আটকাতে পারবে তো রাজ্য? চরম হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষকদের

ওদিকে গ্রুপ ডির ক্ষেত্রে শুরুর বেতন ১৯ হাজার টাকার কাছাকাছি। এই ধরে এগোলে ২০২৪ অবধি তা ১১ লক্ষের মতো হয়। সুদ সহ তাদের প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা ফেরত দিতে হবে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X