বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতির জেরে ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। গত ৩ এপ্রিল এই রায় দেয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sajiv Khanna) ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। যার জেরে একধাক্কায় চাকরি হারান ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। এরপরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মধ্যশিক্ষা পর্ষদ। আবেদন জানানো হয়, যারা ‘দাগি’ কিংবা ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত নন, তাঁদের আপাতত চাকরিতে বহাল রাখা হোক। রাজ্যের শিক্ষাব্যবস্থার কথা মাথায় রেখে এই আবেদন জানানো হয়েছিল। বৃহস্পতিবার সেই আর্জি মেনে নিল সুপ্রিম কোর্ট।
২৬০০০ চাকরি বাতিল কাণ্ডে (SSC Recruitment Scam) বড় নির্দেশ সুপ্রিম কোর্টের!
মধ্যশিক্ষা পর্ষদের আর্জি এদিন মেনে নিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আদালত জানিয়েছে, ‘দাগি’ বা ‘অযোগ্য’ নন, এমন শিক্ষকরা আপাতত বিদ্যালয়ে যেতে পারবেন। সেই সঙ্গেই নিয়োগ নিয়েও ‘সময়সীমা’ বেঁধে বড় নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
প্রধান বিচারপতির বেঞ্চ এদিন জানিয়েছে, যে সকল শিক্ষকরা ‘দাগি’ বা ‘অযোগ্য’ নন, তাঁরা স্কুলে যেতে পারবেন। নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকদের ক্ষেত্রে এই অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। তবে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য এই নয়া নির্দেশ প্রযোজ্য হবে না। তাঁদের ক্ষেত্রে আগের নির্দেশই বহাল থাকবে।
আরও পড়ুনঃ সপ্তাহান্তে ঝড়বৃষ্টিতে তোলপাড় হবে বাংলা! কবে কোন জেলা ভিজবে? আবহাওয়ার আগাম খবর
এদিন নিয়োগ নিয়েও ‘সময়সীমা’ বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। সিজেআই খান্নার (CJI Sanjiv Khanna) বেঞ্চের নির্দেশ, আগামী ৩১ মে-র মধ্যে রাজ্যকে হলফনামা দিতে হবে। সেখানে তাদের জানাতে হবে, চলতি বছরের মধ্যেই তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী ৩১ মে-র মধ্যে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) (School Service Commission) ও রাজ্যকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি দিতে হবে। ওই মর্মে মে মাসের ৩১ তারিখের মধ্যে হলফনামা দিয়ে আদালতকে সেকথা জানাতে হবে।
প্রধান বিচারপতির বেঞ্চ আরও নির্দেশ দিয়েছে, বছর শেষের আগে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদি এই সময়সীমার মধ্যে নির্দেশ কার্যকর না হয়, তাহলে তা প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে আবার প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে।
উল্লেখ্য, দুর্নীতির জেরে গত বছরই ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রেখেছে। ২৬০০০ চাকরি বাতিলের নির্দেশ আসার পরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মধ্যশিক্ষা পর্ষদ। এবার তাদের সেই আবেদনে সাড়া দিল আদালত।