বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম-রায়ে চাকরি খুইয়েছেন ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মী। দুর্নীতির জেরে ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার এই চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। প্রায় তিন ঘণ্টা ধরে চলে সেই বৈঠক। এরপরেই জানা গেল তাঁদের পরবর্তী পদক্ষেপের কথা।
ব্রাত্যর সঙ্গে বৈঠকের পর বড় সিদ্ধান্ত চাকরিহারাদের (SSC Recruitment Scam)!
গতকাল বিকাশ ভবনে চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, আইনি পরামর্শ নিয়েই যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। দেড়-দু’সপ্তাহের মধ্যে এটা করা যাবে বলে জানান ব্রাত্য। অন্যদিকে প্রায় তিন ঘণ্টা ধরে চলা সেই বৈঠক শেষে চাকরিহারারা জানান, সরকারের ওপর তাঁরা ‘ভরসা’ রাখছেন। তবে আন্দোলন চলবে।
এসএসসি ভবনের সামনে থেকে বিক্ষোভ অবস্থান তুলে নিচ্ছেন চাকরিহারারা (SSC Recruitment Scam)। এর পরিবর্তে শনিবার থেকে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান করবেন। তাঁরা বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর মনে খানিকটা আশা জাগলেও সম্পূর্ণ নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাই যতক্ষণ না যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে ও ২০১৬ সালে পরীক্ষা দেওয়া ২২ লক্ষ চাকরিপ্রার্থীর উত্তরপত্রের (ওএমআর শিট) ‘মিরর ইমেজ’ ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে।
আরও পড়ুনঃ শনিতেও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস! আজ ভিজবে কোন কোন জেলা? একনজরে আবহাওয়ার খবর
আজ থেকে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থানে বসছেন এসএসসি (School Service Commission) কাণ্ডে চাকরিহারারা। এরপর আগামী ১৬ এপ্রিল থেকে দিল্লির যন্তর মন্তরে অবস্থানে বসবেন চাকরি হারানো ১৫০ জন শিক্ষক-শিক্ষিকা। গতকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক চাকরিহারা বলেন, ‘আমরা যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছি। ওনারা বলেছেন, পরের রবিবারের মধ্যে তালিকা তৈরি করে সোমবার সেটা পাবলিশ করবেন। তবে আইনি পরামর্শের মাধ্যমে পাবলিশ করা হবে। ২২ লক্ষ ওএমআর পাবলিশ করার কথা আমরা বলেছি। ওনারা বলেছেন, আইনি পরামর্শ নেবেন। অসুবিধা না থাকলে পাবলিশ করবেন। সিবিআই স্কুল সার্ভিস কমিশনের কাছে মিরর ইমেজ জমা দিয়েছে। সেটাও প্রকাশ করবে’।
উল্লেখ্য, যোগ্য-অযোগ্য পৃথকীকরণ সম্ভব না হওয়ায় ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল করেছে সুপ্রিম কোর্ট। এই রায়ে অযোগ্যদের পাশাপাশি চাকরি হারিয়েছেন যোগ্যরাও। তবে এবার আইনি পরামর্শ নিয়ে যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশের আশ্বাস মিলেছে। এরপর কী হয় সেটাই দেখার।