বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC Scam) ইস্যুতে আদালতে বঞ্চিত চাকরিপ্রার্থীরা। চাকরিহারা সকল শিক্ষাকর্মীদের মাসে-মাসে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। সেই নিয়ে বিজ্ঞপ্তিও জারি হয়েছে ইতিমধ্যেই। এবার জল গড়াল হাইকোর্টে (Calcutta High Court)। শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল উচ্চ আদালতে।
ফের মামলা হাইকোর্টে | Calcutta High Court
মামলাকারীদের আবেদন, হয় সব চাকরিপ্রার্থীকে ভাতা দেওয়া হোক। অথবা, রাজ্যের ভাতার সিদ্ধান্ত বাতিল করা হোক। আগামী ১০ জুন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতা জানিয়েছেন, গ্রুপ সি চাকরিহারাদের মাসিক ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি-র চাকরিহারা শিক্ষাকর্মীদের ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। ১ এপ্রিল থেকে তা কার্যকর হবে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে রাজ্য। ‘মানবিক কারণে’ চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
ভিডিও দেখুন: https://youtu.be/QvD0DE2cVTQ?si=UmCDgGdVfalQcxzw
রাজ্য জানায়, ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টেরিম স্কিম, ২০২৫’ প্রকল্পের অধীনে এপ্রিল মাস থেকে ভাতা দেওয়া হবে শিক্ষাকর্মীদের। বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশ রাজ্যের ওই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছেন।
বঞ্চিত চাকরিপ্রার্থীদের বক্তব্য, দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন ওই সালের শিক্ষাকর্মীরা। এই অবস্থায় কেন তাদের ভাতা দেওয়া হবে সেই প্রশ্ন তুলেই মামলা করেছেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশ।