বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন (SSC) সংক্রান্ত দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়। প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করার পর থেকে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসে চলেছে আর এবার পার্থের সঙ্গে পিএসসির (PSC) প্রাক্তন চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্তের (Dipankar Dasgupta) সাক্ষাৎ ঘিরে শুরু হল নয়া জল্পনা। প্রেসিডেন্সি (Presidency) সংশোধনাগারে কি কারণে দুজনের সাক্ষাৎ, তা ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
সম্প্রতি, এসএসসি মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন তৃণমূল কংগ্রেস মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। এক্ষেত্রে অর্পিতা ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না মেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। পরবর্তীতে আরও একাধিক তথ্য মেলে তদন্তকারী সংস্থার হাতে। ইতিমধ্যে তদন্তকারী সংস্থার হেফাজত কাটিয়ে প্রেসিডেন্সিতে রয়েছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী আর বর্তমানে তাঁর সাথে পিএসসির প্রাক্তন চেয়ারম্যানের সাক্ষাৎ রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে সর্বত্র।
সূত্র মারফত জানা যাচ্ছে, গত সোমবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি বেশ খানিকক্ষণ কথাবার্তা হয় তাদের মধ্যে। যদিও এক্ষেত্রে এই মামলায় অন্যান্য অভিযুক্ত তথা অশোক সাহা, প্রদীপ সিং এবং শান্তি প্রসাদ সিনহার মতো আধিকারিকদের সঙ্গে দেখা করেননি দীপঙ্করবাবু। এক্ষেত্রে প্রশ্ন উঠে গিয়েছে, তবে কি পার্থের সঙ্গে বিশেষ কোনো আলোচনা পর্ব সেরেছেন তিনি? এই ঘটনায় ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে তদন্তকারী অফিসাররা।
গত সোমবার বিকেলের দিকে প্রেসিডেন্সি সংশোধনাগারে পৌঁছে যাওয়ার পাশাপাশি প্রায় আধঘন্টা ধরে পার্থ-দীপঙ্করের মধ্যে কি কথাবার্তা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, এর আগেও একাধিকবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন দীপঙ্করবাবু।
পাশাপাশি অপর একটি সম্ভাবনার কথা ক্রমশ সামনে উঠে আসছে; এক্ষেত্রে জেলবন্দি কারোর সাথে যদি সাক্ষাৎ করতে গেলে একাধিক নিয়ম পেরিয়ে যেতে হয়। প্রথমে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো এবং পরবর্তীতে তা মঞ্জুর করা হলে তবেই দেখা করার অনুমতি মেলে। এমনকি সিবিআই এবং ইডির মতো গোয়েন্দা অফিসারদের ক্ষেত্রে সাক্ষাতেও একাধিক নিয়ম মানতে হয়। সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দীপঙ্কর দাশগুপ্তের সাক্ষাতের পিছনে কার অনুমতি রয়েছে কিংবা তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে, তা নিয়ে বিস্তর জল্পনার সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, এই সকল বিষয়গুলি ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের। একই সঙ্গে এ বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছে তারা।