SSC দুর্নীতি কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! লাখ লাখ টাকা লেনদেনের সন্দেহে ইডির হাতে গ্রেফতার মিডলম্যান

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) সংক্রান্ত দুর্নীতি ইস্যুতে ইতিমধ্যেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসে চলেছে। সম্প্রতি, এই মামলায় ইডির (Enforcement Directorate) হাতে গ্রেফতার হন প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় আর এবার তদন্তকারী অফিসারদের হাতে গ্রেফতার হলেন ‘মিডলম্যান’ সুব্রত মালাকার।

এসএসসি মামলায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ অর্থ উদ্ধার করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। এরপর থেকেই শিক্ষা আধিকারিক এবং অন্যান্য ব্যক্তিদের ওপরেও নজর রেখে চলে তদন্তকারী সংস্থা। এই মামলায় বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আর এদিন সেই তালিকায় যুক্ত হল সোদপুরের বাসিন্দা সুব্রত মালাকারের নাম।

   

এদিন সকালেই সোদপুরের রাজেন্দ্রপল্লী এলাকায় সিএ সুব্রত মালাকারের বাড়িতে পৌঁছে যায় ইডি অফিসাররা। সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশেষে তকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই সুব্রতর বাড়ি থেকে একাধিক পাসবই উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তার নামে ১০-এর অধিক ব্যাঙ্ক বএকাউন্ট খুঁজে পেয়েছে ইডি।

উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলায় সুব্রত মালাকার প্রধানত ‘মিডলম্যান’-এর কাজ করত বলেই অনুমান। এদিন সোদপুরে সুব্রত মালাকারের বাড়িতে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি সুব্রতর স্ত্রী এবং তার বাবাকেও জিজ্ঞাসাবাদ করে ইডি। পরবর্তীতে ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে নিয়ে সুব্রতর একটি অফিসেও হানা দেয় তারা।

enforcement edenforcement ed,

ইডির দাবি, আগামী কয়েকদিনের মধ্যে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার ছক কষেছিল সুব্রত। তবে এদিন তার সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয় ED। এক্ষেত্রে সুব্রতর পাসবই তদন্তে আলোর দিশা দেখাবে বলেই মনে করা হচ্ছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সুব্রতর একাউন্টের মাধ্যমে বিশাল পরিমাণ টাকা অন্যত্র চলে যেত। ফলে তার একাউন্টগুলির মাধ্যমে কে বা কারা সেই সকল টাকা ট্রান্সফার করত, তা খুঁজে বার করতেই তৎপর হয়ে উঠেছে ইডি। এদিন সুব্রতকে গ্রেফতার করার পর তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে একাধিক নয়া তথ্য উঠে আসবে বলেই মত বিশেষজ্ঞদের।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর