লিখতে পারেননি রোল নম্বর, কেউ জমা দেন সাদা OMR শিট! তাতেই চাকরি, ভাইরাল OMR শিট দেখে হতবাক সকলে

বাংলাহান্ট ডেস্ক : আদালতের নির্দেশ মতো মঙ্গলবার বিকেলে নবম – দশম শ্রেণীর আরও ৪০ জন ভুয়ো শিক্ষকের (Fake Teacher) তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। এরই সঙ্গে সামনে এসেছে তাদের ওএমআর শিটও। তাতে দেখা যাচ্ছে এক পরীক্ষার্থী ওএমআর শিটের পদ্ধতি মেনে ঠিক করে রোল নম্বরটাও লিখতে পারেন নি। কিন্তু তিনি চাকরি পেয়ে গিয়েছেন। ইতিমধ্যে সেই ওএমআর শিট নিয়ে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

মঙ্গলবার প্রকাশিত অযোগ্য শিক্ষকদের তালিকায় ৩১ নম্বরে রয়েছে ওই পরীক্ষার্থীর নাম। সঙ্গে প্রকাশিত হয়েছে তার ওএমআর শিটও। তাতে দেখা যাচ্ছে ও এমআর শিটের পদ্ধতি মেনে নিজের রোল নম্বর, সাবজেক্ট কোড, বুকলেট নম্বর, ভেনু কোড কিছুই লিখতে পারেননি তিনি। শুধু নিজের নামটুকু সই করেছেন। আর কয়েকটা মাত্র প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। আর তাতেই পেয়ে গেছেন চাকরি।

এর পরই সরব হয়েছে বিরোধীরা। তাদের দাবি, এই ঘটনা থেকেই পরিস্কার, নিয়োগে কী মাত্রায় দুর্নীতি হয়েছে। এই ওএমআর শিট তো স্ক্যানিংয়ের সময়ই বাতিল হয়ে যাওয়ার কথা। অথচ তা শুধু বৈধ বলে গ্রাহ্যই হয়নি। প্রার্থীটি আবার চাকরিও পেয়েছেন। যে ওএমআর শিটে নিজের রোল নম্বর ঠিক করে লিখতেই পারেনি সে এতদিন ছাত্রছাত্রীদের কী পড়িয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। উঠছে প্রশ্ন।

বিশেষ সূত্রে জানা যাচ্ছে, ওই ভুয়ো শিক্ষিকা রায়গঞ্জের বাসিন্দা। ওই শহরেরই দেবীনগর গয়ালাল রামহারি গার্লস হাই স্কুলের বাংলার দিদিমণি। শুধু তাই নয়, আরও এক প্রার্থীর হদিশ মেলে যিনি নাম রোল নম্বর তো লিখেছেন, কিন্তু সাদা খাতা জমা দিয়েই পেয়ে গেছেন চাকরি। বিতর্ক উঠেছে ওই প্রার্থীকে নিয়েও

[বিঃদ্রঃ – ব্যক্তিগত গোপনীয়তার কারণে প্রার্থীদের নাম এবং ছবি প্রকাশ করবে না বাংলাহান্ট।]

Avatar
Sudipto

সম্পর্কিত খবর