আপাতত বেতন পাচ্ছেন ২৬০০০ চাকরিহারা? SSC ইস্যুতে বড় আপডেট সামনে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ চাকরি হারিয়ে দিশেহারা প্রায় ২৬০০০। নিয়োগ দুর্নীতির জেরে (SSC Scam) এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এক ধাক্কায় যোগ্য, অযোগ্য মিলিয়ে চাকরি গিয়েছে ২৫৭৫২ জনের। এভাবে কলমের খোঁচায় গোটা প্যানেল বাতিল হওয়ায় রাজ্যের শিক্ষা ব্যবস্থায় দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। হকের চাকরি ফেরত চেয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষক-শিক্ষাকর্মীরা।

চাকরিহারা শিক্ষকরা বেতন পাবেন? SSC Scam

চাকরি খুইয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন চাকরিহারাদের একাংশ। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ক্লারিফিকেশন পিটিশন দায়ের করেছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে রাজ্যের দাবি, আদালতের নির্দেশ মেনেই তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে৷ কিন্তু, আদালত তরফে যোগ্য-অযোগ্যদের তালিকা না মিললে গোটা প্রক্রিয়া বাস্তবায়নে সমস্যা হবে।

শীর্ষ আদালতে রাজ্যের অনুরোধ, যতদিন না নতুন নিয়োগ হচ্ছে, ততদিন চাকরি হারানো সকল শিক্ষকরা যাতে বেতন পান তা নিশ্চিত করা হোক। এই চাকরিহারারা ইতিমধ্যেই মার্চ মাসের বেতন এপ্রিলের ১ তারিখ পেয়ে গিয়েছেন। এপ্রিল মাসের বেতনের রিকুইজিশন জমা দেওয়ার শেষ তারিখ বৃহস্পতিবার ১৭ তারিখ। সেই দিনেই এই মামলার শুনানি। সেই দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

উল্লেখ্য, শিক্ষা দফতরের বেতন পাওয়ার নির্দিষ্ট পোর্টালে নাম রয়েছে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের সকলেরই। এর আগে বেতন ইস্যুতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, এই ২৬০০০ জনের বেতনের বিষয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চেয়েছে।

SSC recruitment scam jobless teachers and others are going to Delhi

আরও পড়ুন: ‘অনিচ্ছুক মহিলার স্তনে হাত দেওয়া…’! হাইকোর্টের পর্যবেক্ষণের প্রেক্ষিতে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ‘এখনও পর্যন্ত কোনও স্কুলে কোনও শিক্ষককে বাদ দেওয়া হয়নি। কোথাও বেতন বন্ধের কথাও এখনও বলা হয়নি।’ রাজ্য সরকারের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, মনে করা হচ্ছে চাকরিহারাদের বেতন বন্ধ হচ্ছে না। সুপ্রিম কোর্ট বিষয়টিকে মানবিকভাবে দেখবে, এই নিয়েই আশাবাদী তিনি।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X