বাংলাহান্ট ডেস্ক : ভারত-পাক সংঘাতের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ফের পথে নামলেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা (SSC Scam)। তাদের আগের চাকরিই বহাল রাখতে হবে। নতুন করে পরীক্ষা দেবেন না তারা। এমনই দাবি করে বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযান করেন তারা। এদিন সকাল থেকেই চাকরিহারা এবং পুলিশের সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল করুণাময়ী চত্বর। বিকাশ ভবনের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে বিক্ষোভ দেখান তারা। সেই সঙ্গে চাকরিহারা শিক্ষকরা (SSC Scam) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপও দাবি করেছেন। তাদের দাবি একমাত্র মুখ্যমন্ত্রীই পূরণ করতে পারবেন বলে মন্তব্য করেছেন তারা।
চাকরিহারা শিক্ষকদের (SSC Scam) বিকাশ ভবন অভিযান
বৃহস্পতিবার সকাল থেকেই বিকাশ ভবনের সামনে পরিস্থিতি ছিল উত্তাল। আগের সিদ্ধান্তে অটল থেকেই চাকরিহারা ‘যোগ্য’দের (SSC Scam) দাবি, তারা নতুন করে পরীক্ষায় বসবেন না। আগের চাকরিতেই বহাল রাখতে হবে তাদের। সেই সঙ্গে এদিনও তারা এসএসসি ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন। তবে কর্মীদের খাবার, জল কিছু ভেতরে নিয়ে যাওয়া থেকে তারা আটকাবেন না বলেই জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা।
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি শিক্ষকদের: বৃহস্পতিবার বিকেলে একটি সাংবাদিক বৈঠক করেছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা (SSC Scam)। আগের শিক্ষকতার চাকরিতেই তাদের বহাল রাখতে হবে, এমন দাবি তুলেই এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তারা। সাংবাদিক বৈঠক আন্দোলনকারী এক শিক্ষক (SSC Scam) মেহবুব মণ্ডল বলেন, “আমরা মনে করছি, চূড়ান্ত ক্ষমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে। আমরা যা দাবি করছি তা একমাত্র তিনিই পূরণ করতে পারবেন”।
আরো পড়ুন: রাফাল যুদ্ধবিমান নিয়ে বিরূপ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক পোস্ট করে গ্রেফতার মহম্মদ ওয়াকিল
নতুন চাকরির বিজ্ঞপ্তিতে আপত্তি: যদিও মুখ্যমন্ত্রী তাদের দাবি কীভাবে পূরণ করবেন তা জানানোর দাবিও তুলেছেন চাকরিহারা শিক্ষকরা (SSC Scam)। এদিন তারা আরো বলেন, তারা নতুন করে আর পরীক্ষা করে দেবেন না। নতুন চাকরির বিজ্ঞপ্তিও প্রকাশ করতে দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা। এদিকে ননতুন চাকরির (SSC Scam) বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়ে সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। সে বিষয়ে চাকরিহারা শিক্ষকরা বলেন, বিজ্ঞপ্তি প্রকাশ করার আগে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে হবে।
আরো পড়ুন : রাফাল যুদ্ধবিমান নিয়ে বিরূপ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক পোস্ট করে গ্রেফতার মহম্মদ ওয়াকিল
মাঝে কিছুদিন পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও বৃহস্পতিবার ফের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে বিকাশ ভবনের সামনে। চাকরিহারা যোগ্য শিক্ষকরা গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন এদিন। আন্দোলনকারী শিক্ষক মেহবুব বলেন, শিক্ষক শিক্ষিকারা আগে এমন ব্যবহার করেননি। কিন্তু এদিন তারা বাধ্য হয়েছেন।