বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতির অভিযোগে (SSC Scam) বাতিল হয়েছে প্রায় ২৬০০০ চাকরি। আদালতের নির্দেশে আপাতত যোগ্য বা দাগি নন এমন শিক্ষকদের স্বস্তি ফিরলেও তা দীর্ঘস্থায়ী নয়। ইতিমধ্যেই রাজ্যের ডিআই অফিসগুলিতে ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের সর্বশেষ তালিকা। স্কুলে যোগ দিতে শুরু করেছেন শিক্ষকরা। তবে সেই ‘চূড়ান্ত’ তালিকা নিয়েও ত্রুটির অভিযোগ উঠছে।
বড় সিদ্ধান্ত চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষাকর্মীদের | SSC Scam
এদিকে রাজ্য সরকার কেন এখনও চাকরিহারা শিক্ষাকর্মীদের (বিভিন্ন স্কুলের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী) ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ তালিকা প্রকাশ করল না সেই নিয়ে জোড়ালো দাবি উঠছে। এরই মধ্যে গতকাল চাকরিহারা সকল শিক্ষাকর্মীদের মাসে-মাসে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী (Mamata banerjee)। গ্রুপ সি চাকরিহারাদের মাসিক ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি-র চাকরিহারা শিক্ষাকর্মীদের ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে জানিয়েছেন মমতা।
তবে মাসিক ভাতার কথা ঘোষণা করা হলেও এখনই অনশন-আন্দোলন থেকে সরছেন না চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা। তবে নির্জলা অনশন আর নয়। শরীর বাঁচাতে এবার শুধু জল খেয়ে অনশন করবেন তারা। পূর্বে মধ্যশিক্ষা দফতরের ভিতর আটজন শিক্ষাকর্মী অনশন শুরু করেছিলেন। পরে তাঁদের মধ্যে চারজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁদের দাবি, যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা প্রকাশ করা হোক।
ভিডিও দেখুন: https://youtu.be/PfhANr_9CRY?si=UUVGHgwnsPsQ0KQX
ভাতা ঘোষণা নিয়ে চাকরিহারারা বলছেন, তাঁরা রাজ্য সরকারের ওই ভাতা নেবেন। কারণ, সংসার চালাতে হবে। কিন্তু, তাঁদের দাবি, ভাতা পাওয়ার জন্য তাঁদের এই আন্দোলন নয়ব, তাঁরা ‘যোগ্য’ বলেই চাকরি পেয়েছেন, সম্মানের সঙ্গে সেই চাকরি তারা ফেরত চান। শনিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মীদের জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করবে।
আরও পড়ুন: “রক্ত টগবগ করে ফুটছে….”, জঙ্গি হামলার কড়া জবাব দেবে ভারত, “মন কি বাত” অনুষ্ঠানে জানালেন মোদী
মুখ্যমন্ত্রী আরও বলেন, আদালত যদি একান্তই শিক্ষাকর্মীদের (SSC) কাজ করার অনুমতি না দেয় তাহলে সরকার আইন মেনেও অন্য উপায় খুঁজে বের করার চেষ্টা করবে। দেখবে কী করা যায়। তবে কোনোকিছুতেই নিশ্চিত হতে পারছেন না চাকরিহারা শিক্ষাকর্মীরা। তাই অনশন আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যোগ্য শিক্ষাকর্মীরা।