OMR কারচুপি কাণ্ডে ‘বড়’ সংস্থার নাম! টাকা দিয়ে চাকরি পাওয়াদের তালিকায় কারা? যা জানাল CBI

বাংলা হান্ট ডেস্কঃ২০২২ থেকে শিক্ষক দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য। দুর্নীতির রহস্যভেদ করতে একজোটে তদন্ত চালাচ্ছে দুই গোয়েন্দা সংস্থা ইডি ও সিবিআই। নিত্যদিন সামনে আসছে চাঞ্চল্যকর মোড়। এরই মধ্যে এবার এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় ফের নতুন তথ্য। এবার উঠে আসছে দিল্লি (Delhi) যোগ, যা নিয়ে তুঙ্গে শোরগোল।

সিবিআই (CBI) সূত্রে খবর, কেবল ওএমআর শিট (OMR Sheet) মূল্যায়ন সংস্থা NYSA নয়, এসএসসি নিয়োগ দুর্নীতিতে হাত ছিল আরও এক বেসরকারি সংস্থার। যেই সংস্থা দিল্লিতে অবস্থিত। জানা গিয়েছে এসএসসি’র ২০ লক্ষ চাকরি প্রার্থীর ওএমআর শিট মূল্যায়নের বরাত পেয়েছিল ওই সংস্থা। যেই কাজের বিনিময়ে ওই সংস্থাকে আশি লক্ষ টাকা দেওয়াও হয়েছিল সূত্রের দাবি।

শুধু তাই নয়, ইতিমধ্যেই ওই বেসরকারি সংস্থায় অভিযান চালিয়ে সমস্ত চাকরিপ্রার্থীর অরিজিনাল ওএমআর শিটের ডেটাবেসও সিবিআই এর হাতে এসেছে বলে গোয়েন্দা সংস্থা সূত্রে খবর। এর দ্বারাই ঘুরতে পারে তদন্তের মোড়। এবার ঠিক কোন কোন উত্তরপত্রের মূল্যায়নে কারচুপি হয়েছিল তা জানা যাবে বলেই ধারণা করা হচ্ছে।

omr cbi

এসএসসি সরাসরি ওই সংস্থাকে ওএমআর শিট মূল্যায়নের দায়িত্ব দেয়নি। জানা গিয়েছে, ওএমআর শিট মূল্যায়ন সংস্থা NYSA কে ওই বরাত দেয় SSC. পরে NYSA থার্ড পার্টি হিসাবে দিল্লির ওই সংস্থাকে চাকরিপ্রার্থীদের উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব দেয়। NYSA এর সঙ্গে আর্থিক লেনদেনের সূত্র ধরে ওই সংস্থার হদিস পায় সিবিআই। এবার এই তথ্য হাতে আসায় দুর্নীতির আরও গভীরে পৌঁছানো যাবে বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, তদন্তে নেমে নাইসার ভাইস প্রেসিডেন্ট ছিলেন নীলাদ্রি দাসকে গ্রেফতার করেছিল সিবিআই। তবে গত অগাস্ট মাসে ৩০০০০ টাকার ব্যক্তিগত বন্ডে নীলাদ্রিকে জামিন দিয়েছে আদালত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর