শুধু অর্পিতাই নয়, উঠে এল আরও এক রহস্যময়ী মহিলার নাম! কে এই মোনালিসা?

বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যেই ১৬ ঘণ্টা পার হয়ে গিয়েছে। শুক্রবার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ইডির আধিকারিকরা। রাত ১১টার পর পরই সেখানে আসেন ইডির এক নয়া আধিকারিক। সন্ধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় নামে এক মডেলের বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ২০ কোটি টাকা। এই অর্পিতাকে ঘিরে যখন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ইডি সূত্রে খবর, আরও এক মহিলার নাম উঠে আসছে। তিনি মোনালিসা দাস। তাঁর সঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের যোগ রয়েছে এমন তথ্যও উঠে আসছে।

কাল সকাল থেকেই চলছে ইডির অভিযান। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করে বলা হয়েছে যে, ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করার জেরেই কেন্দ্র প্রতিহিংসার রাজনীতি করে ইডিকে তাদের পিছনে লাগিয়েছে। অন্যদিকে, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এও হুমকি দিয়েছেন যে, জেরার জেরে কারও যদি শারীরিক বা মানসিক ক্ষতি হয়, তাহলে তাঁর দায় থাকবে CBI-ED।

তবে তৃণমূল যাই বলুক না কেন, ইডি তাদের অভিযান থামায় নি এবং বড়সড় সফলতাও পেয়েছে। ইতোমধ্যে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির বাড়ি থেকে ইডি ২১ কোটি টাকা ও ৫০ লক্ষ টাকার গহনা উদ্ধার করেছে। পাশাপাশি তাঁর বিপুল সম্পত্তির হদিসও পেয়েছে ইডি। আর এরই মধ্যে উঠে আসছে আরেক রহস্যময়ী মহিলার নাম।

ওই রহস্যময়ী মহিলার নাম মোনালিসা দাস। মোনালিসার সঙ্গে একটি বিশ্ববিদ্যালয়েরও যোগ আছে বলে জানা যাচ্ছে। বোলপুরের শান্তিনিকেতনে বাড়ি তাঁর। জানা গিয়েছে যে, তাঁর ১০ কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। মোনালিসার সঙ্গে পার্থবাবুর কোনও যোগ আছে কী না, তাও খতিয়ে দেখছে ইডি।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি নিয়ে গতকাল সকাল থেকেই কোমর বেঁধে নামেন ইডির অফিসাররা। সকাল থেকে কমপক্ষে ১৭টি জায়গায় তল্লাশি চালিয়েছেন তাঁরা। বাদ যায়নি মন্ত্রী পার্থ, পরেশের বাড়িও। যদিও, মন্ত্রী পরেশ বাড়ি ছিলেন না। এবং উনি বলেছেন যে, বাড়ি থাকলে দিদির কথা মতো মুড়ি খাওয়াতাম।

উল্লেখ্য, একুশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে, ইডি-সিবিআই বাড়িতে এলে তাদের মুড়ি খাওয়ান তাদের সামনে গ্যাস সিলিন্ডার রেখে দিন। এরপরই পরেশবাবু এমন মন্তব্য করেন। এছাড়াও পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে গতকাল ১৭ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। জানা গিয়েছে যে, জেরায় বেশ কিছু অসঙ্গতি মিলেছে। জানা গিয়েছে যে, ইডি এই মামলায় পার্থবাবুকে গ্রেফতার করেছে।

ad

Koushik Dutta

সম্পর্কিত খবর