বাংলা হান্ট ডেস্কঃ পুনরায় একবার খারিজ করা হলো পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের আবেদন। একইসঙ্গে এদিন প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত, অর্থাৎ আগামী ১২ ই ডিসেম্বর ফের একবার আদালতে পেশ করা হতে চলেছে পার্থকে।
উল্লেখ্য, সম্প্রতি এসএসসি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন প্রাক্তন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। এক্ষেত্রে অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না মেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। শুধু তাই নয়, পরবর্তীতে দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহাদের মত শিক্ষা আধিকারিকদের গ্রেফতার করায় আরও একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।
আদালতের নির্দেশে বিগত তিন মাসের ওপর সময় ধরে জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন পার্থসহ মোট সাতজনকে আদালতে পেশ করা হয়। সূত্রের খবর, এদিন প্রথম থেকেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের জন্য আবেদন করতে থাকেন তাঁর আইনজীবী। পার্থের আইনজীবী বলেন, “এফআইআর-এ আমার মক্কেলের নাম নেই। উনি অভিযুক্ত নন। পাঁচজনের মধ্যে তিনজনকে গ্রেফতার করার পাশাপাশি বাকি দুজনকে এখনো ধরা যায়নি। হাজিরা দিতে বলা হলে উনি আসবেন, কিন্তু এবার জামিন দেওয়া হোক।”
তিনি আরো বলেন, “তদন্তের কোন পর্যায়ে রয়েছি আমরা? আসলে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে চলেছেন আমার মক্কেল। আদালতে পেশ করা হলে জামিনের বিরোধিতা করছে সিবিআই, এটা কিভাবে চলতে পারে? কেউ যদি কোন রকম দুর্নীতি করে, তাহলে তার দায় কখনোই আমার মক্কেলের নয়। এছাড়া উনি যে বেআইনি নিয়োগের সঙ্গে যুক্ত রয়েছেন, তার কোন প্রমাণ মেলেনি। CBI মানেই যে সব ঠিক করছে, তা কিন্তু নয়। এই সব কিছু বিষয় তুলে ধরা হলো। আমার মক্কেলকে জামিন দেওয়া হোক।”
আদালত সূত্রে খবর, অপরদিকে পার্থর জামিনের বিরুদ্ধে একাধিক বিষয়ে সামনে আনে সিবিআই। তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন, “তদন্তে কেউই সহযোগিতার রাস্তায় হাঁটছেন না। নথিপত্র নষ্ট হওয়ার পাশাপাশি অন্যান্য একাধিক বিষয়ে তদন্তের দরকার রয়েছে, সেই কারণেই হেফাজতে চাওয়া হচ্ছে। তদন্তের বিষয় সবকিছু বলা যায় না। তবে ইতিমধ্যে অনেক মিডলম্যানের নাম প্রকাশ্যে। আগামী দিনে তদন্তে একাধিক জনের নাম উঠে আসতে চলেছে।”
এক্ষেত্রে দুই পক্ষের আইনজীবীদের দাবিদাওয়া শোনার পর অবশেষে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পুনরায় একবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।