বাংলা হান্ট ডেস্কঃ বড় স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করতে প্রাইমারি স্কুলের চাকরি ছেড়ে ২০১৬ সালে এসএসসি পরীক্ষা দিয়ে অনেকেই চাকরি পেয়েছিলেন। তবে সম্প্রতি দুর্নীতির জেরে (SSC Scam) তাদের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। যার জেরে চাকরিহারা প্রায় ২৬০০০ জন। সুপ্রিম কোর্ট সকলের চাকরি বাতিল করেছে ঠিকই, তবে জানিয়েছে যারা আগের সরকারি চাকরি ছেড়ে ওই হাইস্কুলে চাকরিতে গিয়েছেন তারা ফের পুরোনো কাজে ফিরে যেতে পারবেন।
হাইস্কুল ছেড়ে ফের প্রাইমারিতে- SSC Scam
২০১৬ সালে এসএসসি দিয়ে শিক্ষক হওয়া ৬০ জন চাকরিহারা শিক্ষক ফের প্রাইমারি স্কুলের চাকরিতে ফিরতে যেতে চেয়েছেন। তারা সকলেই হাওড়া জেলার। আগেই অবশ্য এদের মধ্যে ২৫ জন জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে প্রাইমারি স্কুলের চাকরিতে ফিরতে চেয়ে লিখিত আবেদন জানিয়েছিলেন।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট নির্দেশে জানায়, ‘যোগ্য’ চাকরিহারারা যদি এই শিক্ষকতার চাকরি করার আগে অন্য কোনও সরকারি চাকরি করতে করতে এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল শিক্ষকতার চাকরি পান তাহলে তারা পুনরায় নিজেদের পুরনো চাকরিতে ফিরে যেতে পারবেন। রাজ্য সরকার যাতে তাদের পুরনো চাকরি ফিরিয়ে দেয় সেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
সেই মতোই যে সকল শিক্ষকরা আগে প্রাইমারি স্কুলে চাকরি করতে করতে এসএসসি দিয়ে চাকরি পেয়েছিলেন তারা ফের প্রাইমারি স্কুলে ফিরে যেতে রাজ্যের কাছে আবেদন করতে শুরু করেছেন। ইতিমধ্যেই হাওড়া জেলার এমন ৬০ জনের খবর সামনে এসেছে।
আরও পড়ুন: ‘মোদী হ্যায় তো…’, তাহাউর রানা ভারতে ফিরতেই ভাইরাল নমোর পুরনো টুইট! কী এমন ছিল তাতে?
এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ সংবাদমাধ্যমকে জানায়, “রাজ্য শিক্ষা দপ্তর এই শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর নির্দেশ দিলে সেই প্রক্রিয়া শুরু করবে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর। চাকরিহারা শিক্ষকের অনেকেই তাদের পুরোনো প্রাইমারি স্কুলে শিক্ষকতার চাকরিতে ফিরতে চাইছেন। এই সংখ্যাটা আপাতত ৬০।” তবে তিনি জানান, ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা। এখন শিক্ষা দপ্তর কী নির্দেশ দেয় তার উপর ভিত্তি করেই যাবতীয় ব্যবস্থা নেবে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর।