SSC ২৬০০০ চাকরি নিয়ে বড় আপডেট! মে মাসেই বেরোবে বিজ্ঞপ্তি, বিরাট পদক্ষেপ শিক্ষা দফতরের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ SSC ২৬০০০ চাকরি বাতিল মামলায় (SSC Scam) এখনও জট অব্যাহত। গত এপ্রিল মাসে হাইকোর্টের রায় বহাল রেখে ২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। নিয়োগ দুর্নীতির জেরে চাকরি যায় প্রায় ২৬০০০ জনের। পরে সেই মামলায় রাজ্য ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হলে নির্দেশ ছিল আগামী ৩১ মে-র মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে রাজ্যকে। সেই মতোই পদক্ষেপ করল রাজ্য (State Government)।

বড় পদক্ষেপ শিক্ষা দফতরের | SSC Scam

জানা গিয়েছে, ইতিমধ্যেই খসড়া তৈরি করেছে শিক্ষা দফতর। খসড়া অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে শিক্ষা দফতর তরফে। নবান্নের গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন। যদিও শূন্য পদের তালিকা এখনও শিক্ষা দফতরের হাতে পৌঁছোয়নি।

সূত্রের খবর, রাজ্যের স্কুলগুলিতে বিষয়ভিত্তিক এবং সংরক্ষণভিত্তিক শূন্যপদের সংখ্যা কত, তার খতিয়ান সংগ্রহ করে সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকরা তালিকা তৈরির জন্য পাঠালেই স্কুল সার্ভিস কমিশন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। রাজ্যের এই সিদ্ধান্তে অনেকটাই নিশ্চিন্ত হয়েছেন শিক্ষিকদের একাংশ।

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য নির্দিষ্ট সময়ে বিজ্ঞপ্তি না দিলে আগামী মাস থেকে বেতন বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা রয়েছে শিক্ষক-শিক্ষিকাদের মনে। তবে নির্ধারিত সময়ের আগেই শিক্ষা দফতর পদক্ষেপ করায় কিছুটা স্বস্তি পেয়েছেন তারা। যদিও চাকরিহারাদের একাংশের দাবি, রিভিউ পিটিশনের চূড়ান্ত পরিণতি কী হয় সেটা না দেখে পরীক্ষায় বসবেন না তারা।

প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির অভিযোগে চাকরি খুইয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন চাকরিহারাদের একাংশ। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ও এসএসসি এবং আগেই জানিয়েছিল, পুরো রায় পুনর্বিবেচনার আর্জি (রিভিউ পিটিশন) জানানো হবে সুপ্রিম কোর্টে। সেইমতো আবেদন জানিয়েছে রাজ্য।

ভিডিও দেখুন: https://youtu.be/93lJoAgapf4?si=8cghFRZhe5sMDAzH

প্রসঙ্গত, এর আগে রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। স্কুল পড়ুয়া সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথায় মাথায় রেখে রায়ে পরবর্তনের জন্য আবেদন করা হয়। পর্ষদের আবেদন ছিল, এত সংখ্যক শিক্ষকের চাকরি এক সঙ্গে বাতিল হলে শিক্ষাব্যবস্থায় বড়সড় ধাক্কা লাগবে। শিক্ষাব্যবস্থা ভেঙে যেতে পারে। এরপর গত ১৭ এপ্রিল পর্ষদের আবেদন মেনে সাময়িক রায় পরিবর্তন করে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: প্ল্যান কাজ না করায় হিন্দুদের বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দিতে মমতা মুর্শিদাবাদে গিয়েছিলেন: শুভেন্দু

সেই সময় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, দাগি নন এমন ও অযোগ্যদের বাদ রেখে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকেরা ডিসেম্বর মাস পর্যন্ত স্কুলে যেতে পারবেন। তাঁদের বেতনও বহাল থাকবে তবে ৩১ মে-র মধ্যে রাজ্যকে নতুন নিয়োগপ্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে। মে মাসের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে বলেও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের ক্ষেত্রে ওই রায় কার্যকর হবে না বলে জানানো হয়েছিল। আদালতের নির্দেশ মতো চলতি মে মাসেই বিজ্ঞপ্তি প্রকাশের কথা।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X