তুমুল চাপে রাজ্য! এবার বড় ‘সিদ্ধান্ত’ নিয়ে নিলেন ‘যোগ্য’ শিক্ষকরা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC Scam) ইস্যুতে টালবাহানা অব্যাহত। আপাতত ‘দাগি’ নন এমন শিক্ষক-শিক্ষিকাদের (Teachers) স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম নির্দেশে সাময়িক স্বস্তি পেলেও খুশি হতে পারেননি শিক্ষক-শিক্ষিকাদের অধিকাংশই। এখনও নিজের দাবিতে অনড় তারা।

এখনই স্কুলে যাচ্ছেন না চাকরিহারারা | SSC Scam

শুক্রবার ছিল গুড ফ্রাইডে। শনিবার স্কুল খুলছে ঠিকই তবে চাকরিহারা অধিকাংশ শিক্ষকই স্কুলমুখো হননি।যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের চাকরিহারা শিক্ষক মেহেবুব মণ্ডল জানিয়েছেন, “শনিবার স্কুলে যাব না। সোমবার এসএসসি-র ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ তালিকা প্রকাশ করার কথা। সেই তালিকা আগে প্রকাশ করা হোক। সেই তালিকা প্রকাশ না হলে স্কুলে যাব না।’

মেহেবুববাবু জানিয়েছেন, সোমবার করুণাময়ী থেকে এসএসসি অভিযান করে অবস্থান-বিক্ষোভ চালাবেন তারা। সূত্রের খবর, আদালতের নির্দেশ মতো এসএসসি নতুন নিয়োগের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে ‘যোগ্য’ চাকরিহারাদের সাফ দাবি, তারা পরীক্ষায় বসবেন না।

‘যোগ্য’ শিক্ষকদের দাবি, যদি কমিশন নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে তারা এসএসসি অফিসের সামনে ধর্নায় বসবেন। প্রসঙ্গত, সম্প্রতি জানা গিয়েছে শিক্ষা দফতর থেকে চিঠি পাওয়ার পরে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। পরীক্ষার্থীদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়া-সহ একাধিক নিয়মে পরিবর্তন আনা হতে পারে।

SSC recruitment scam uncertainty over school teacher return to their old work place

জানা যাচ্ছে, নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু বদল আনতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। সেগুলি স্কুল শিক্ষা দফতরে প্রস্তাব আকারে পাঠানো হবে। অনুমতি পেলেই বদলানো হবে নিয়োগ প্রক্রিয়া। সূত্রে খবর, নিয়োগ প্রক্রিয়ায় যে বদলগুলি আনার কথা ভাবা হচ্ছে তার মধ্যে অন্যতম ওএমআর শিট।

আরও পড়ুন: নতুন জীবন শুরু করেছেন দিলীপ ঘোষ! নবদম্পতিকে শুভেচ্ছায় ভরালেন অভিষেক, লিখলেন, ভালোবাসায়…

জানা যাচ্ছে, নতুন প্রস্তাবে পরীক্ষার্থীরা ওএমআর শিটের কার্বন কপি হাতে পাবেন। এমনকি পরীক্ষার পর তা বাড়িতেও নিয়ে যেতে পারবেন। পাশাপাশি পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে ফলপ্রকাশের আগেই উত্তরপত্র প্রকাশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ওই উত্তরপত্র থেকেই পরীক্ষার্থীরা ধারণা করতে পারবেন যে কে কত নম্বর পাবেন।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X