বাংলা হান্ট ডেস্কঃ চাল থেকে কাঁকর আলাদা করা যায়নি। যার জেরেই SSC ২০১৬ সালের গোটা প্যানেল (SSC Scam) বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ‘যোগ্য’ ‘অযোগ্য’ মিলিয়ে এক ধাক্কায় চাকরি গিয়েছে প্রায় ২৬০০০ জনের। কেন অযোগ্যদের ‘পাপের’ বোঝা বইতে হবে যোগ্যদের? এই প্রশ্ন তুলে যোগ্যদের তালিকা প্রকাশের দাবি উঠেছিল। বহু টালবাহানার পর সোমে সেই তালিকা পেশ করার কথা স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission)।
আজই ‘যোগ্য-অযোগ্য’ তালিকা প্রকাশ? SSC Scam
সূত্রের খবর, টানা প্রায় এক সপ্তাহ ধরে তালিকা তৈরী করতে রাত-দিন এক করে দিয়েছে কমিশন। রবিবার ছুটির দিনেও SSC অফিসে যুদ্ধকালীন তৎপরতায় চলেছে কাজ। আজই সেই তালিকা পেশ করা হবে বলেই আশা সকলের। এই তালিকার উপরেই নির্ভর করছে হাজার হাজার মানুষের ভাগ্য। সুপ্রিম নির্দেশে কারা সাময়িক ভাবে চাকরি ফেরত পেয়ে স্কুলে যাবেন তা বোঝা যাবে এই তালিকা হাতে এলেই।
প্রসঙ্গত, চাকরিহারা শিক্ষকরা আগেই রাজ্য সরকারকে ডেডলাইন দিয়ে রেখেছিল। আজই তার সময় শেষ হচ্ছে। সেই সময়সীমা মেনে কি সোমে তালিকা প্রকাশ করবে এসএসসি? শিক্ষা দপ্তরের একটি সূত্র তরফে জানা গিয়েছে, যোগ্য, অযোগ্য তালিকা প্রস্তুত আছে। কিন্তু আজ তা প্রকাশ করা হবে কি না, সে ব্যাপারে কোনও স্পষ্ট নির্দেশ মেলেনি।
এখানে উল্লেখ্য, এই লিস্ট প্রকাশের দাবিকে সামনে রেখেই চাকরিহারারা সোমে সল্টলেক করুণাময়ী থেকে বেলা ১২টায় এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন। তালিকা না দিলে এসএসসি ভবন ঘেরায়ের ডাক দিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, SSC ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছেন সুপ্রিম কোর্ট। যার জেরে শিক্ষাব্যবস্থায় বড়সড় ধাক্কা এসেছে।
এক সঙ্গে এত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ায় স্কুল চালানোই কর্তৃপক্ষের কাছে টাস্ক হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে মধ্যশিক্ষা পর্ষদের সুপ্রিম কোর্টে চাকরিহারা শিক্ষকদের আপাতত স্কুলে যাওয়ার রাস্তার আর্জি জানায়। সেই আর্জিতে সায় দিয়ে প্রধান বিচারপতির বেঞ্চ চাকরিহারাদের সাময়িক স্বস্তি দিয়ে স্কুলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
সুপ্রিম নির্দেশ, কাজে ফিরতে পারবেন ‘চিহ্নিত বা ‘দাগি’ নন এমন ‘যোগ্যরা’। কিন্তু আদালত নির্দেশ দিলেও চাকরিহারাদের একাংশের দাবি, কারা ‘যোগ্য’, সেই তালিকা যতক্ষণ না এসএসসি সামনে আনছে ততক্ষণ পর্যন্ত স্কুলে ফিরবেন না তাঁরা।