বাংলা হান্ট ডেস্কঃ গত এপ্রিল মাস থেকে এসএসসি ইস্যুতে ধুন্ধুমার। দফায় দফায় চলছে আন্দোলন বিক্ষোভ। এরই মধ্যে শনিবার সকালে আন্দোলনরত চাকরিহারাদের একাংশ আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যর (Bikash Ranjan Bhattacharya) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। চাকরিহারাদের দাবি, যাই হয়ে যাক না কেন আন্দোলন থামবে না তাঁদের।
কী বললেন বিকাশ রঞ্জন? (Bikash Ranjan Bhattacharya)
এদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরিহারাদের সাফ জানিয়ে দিয়েছেন, যতই আন্দোলন হোক না কেন চাকরি তাঁরা ফিরে পাবেন না। আইনজীবী বলেন, ”আপনারা কেউ আর চাকরি ফিরে পাবেন না। সকলকে নতুন করে পরীক্ষায় বসতে হবে, তার জন্য তৈরি হন।”
এদিন চাকরিহারাদের ১০ জনের একটি প্রতিনিধি দল বিকাশরঞ্জনের সঙ্গে দেখা করেছিল। সেখানে আইনজীবীর কথা শুনে স্বাভাবিকভাবেই কিছুটা হতাশ হয়েছেন চাকরিহারারা। এদিন রাজ্য সরকারকে তোপ দেগে বিকাশরঞ্জন বলেন, এই সরকার চাকরিহারাদের ভুল বোঝাচ্ছে।
ইতিমধ্যেই এসএসসি ইস্যুতে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করেছে রাজ্য। এই প্রসঙ্গে বিকাশরঞ্জন বলেন, রিভিউ পিটিশন করেও কোনও লাভ হবে না। ফের পরীক্ষা দিতে হবে চাকরিহারাদের। আইনজীবীর আরও দাবি, যোগ্য-অযোগ্যদের যে তালিকায় ৭ হাজার ২৫০ জনের কথা বলা হচ্ছে সেই সংখ্যাটা ঠিক নয়। বিকাশরঞ্জনের দাবি, অযোগ্য তালিকায় আরও বেশ কয়েকজন রয়েছে।
ভিডিও দেখুন: https://youtu.be/gzMFhjFZnec?si=tVdjVXbyiLxp-VQf
এদিকে চাকরিহারা শিক্ষকরা আগামী সোমবার পর্যন্ত সরকারকে ডেডলাইন দিয়ে জানিয়ে দিয়েছে, এই সময়ের মধ্যে সরকারের তরফে কেউ যদিও তাঁদের সঙ্গে দেখা না করেন, তবে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। নিজেদের দাবি সংসদে তুলে ধরার জন্য বাংলার সমস্ত সাংসদকে চিঠি লিখবেন বলেও জানিয়েছেন চাকরিহারারা। শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিয়েছেন আন্দোলনকারীরা।