‘এই চেয়ারম্যানকে টেনে নামাব সিংহাসন থেকে’, SSC ভবনের সামনে তুমুল বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সোমবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ছিল সময়সীমা। তার মধ্যেই যোগ্যদের (SSC Scam) তালিকা প্রকাশ করা হবে বলে কথা দিয়েছিলেন স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু সময় অতিক্রান্ত হলেও দেখা মিলল না তালিকার। উপরন্তু ‘থার্ড কাউন্সিল পর্যন্ত যোগ্য’ বলে ঘোষণার দাবি ঘিরে সল্টলেকের এসএসসি ভবনের (SSC Scam) সামনে কার্যত তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান চাকরিহারা শিক্ষকরা। প্রয়োজনে সারারাত রাস্তায় থাকার বার্তাও দিয়েছেন তাঁরা।

এসএসসি বিতর্কে (SSC Scam) তালিকা প্রকাশ করতে ব্যর্থ কমিশন

যে ২৬ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছে, তাদের মধ্যে থেকে কারা যোগ্য তাদের তালিকা প্রকাশ করা হোক, এই দাবি নিয়েই সল্টলেকের এসএসসি ভবনের সামনে আন্দোলনে বসেছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আন্দোলন করতে দেখা গিয়েছিল শিক্ষাকর্মীদেরও (SSC Scam)। সোমবার সকালেই তাদের আশ্বস্ত করে বলা হয়েছিল, যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। সন্ধ্যা ছটার পরেই তালিকা প্রকাশ করা হবে বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু কোথায় কী?

Ssc scam teachers protest in front of ssc bhawan

তুলকালাম পরিস্থিতি ভবনের সামনে: সন্ধ্যা ছটা পার হয়ে যেতেও তালিকা আসেনি। এদিকে আচার্য সদনের ভেতরে কমিশনের সঙ্গে বৈঠক চলছিল চাকরিহারাদের প্রতিধিনিদের। জানা যাচ্ছে, সেখানে এসএসসি কর্তৃপক্ষ জানায়, প্রথম তিনটি কাউন্সেলিংয়ে নিযুক্তদেরই বৈধ বলে গণ্য করা হবে। এক বছর ফর যাদের কাউন্সেলিং হয়েছে তাদের যোগ্য (SSC Scam) বলে ধরা হবে না। এই খবর বাইরে আসতেই ধৈর্য্যের বাঁধ ভাঙে চাকরিহাও। মুহূর্তে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় এসএসসি ভবন চত্বর।

আরো পড়ুন : সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে অবৈধ বালি খাদান, এবার বড় পদক্ষেপ নিল নবান্ন

কী দাবি চাকরিহারাদের: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান শিক্ষকরা। পুলিশকে ঠেলে ভেতরে ঢোকারও চেষ্টা করা হয়। ক্ষুব্ধ চাকরিহারাদের (SSC Scam) প্রশ্ন, ৪ নম্বর প্যানেল থেকে যদি এখন অবৈধ বলা হয়, তাহলে তখন নিয়োগ করল কেন? কেন সবার নাম যোগ্যতার তালিকায় থাকবে না? বিভাজন নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন শিক্ষকরা।

আরও পড়ুন : ‘যারা বলছিল বাংলায় কিছু হচ্ছে না…’, শালবনি থেকে শিল্প নিয়ে ‘দিদি’কে প্রশংসায় ভরালেন দেব

চাকরিহারা শিক্ষকদের দাবি, ডেডলাইন দেওয়ার পরেও কেন এখনো তালিকা প্রকাশ করতে পারল না কমিশন? তবে কি আবারও কারচুপির চেষ্টা চলছে? তাঁরা হুঙ্কার দিয়ে বলেছেন, দরকারে সারারাত রাস্তায় পড়ে থাকবেন। কিন্তু এই চেয়ারম্যানকে সিংহাসন থেকে টেনে নামাবেন তাঁরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে আরো বাহিনী পাঠানো হয়েছে ঘটনাস্থলে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X