সামনে আসবে সব OMR শিট? ফের সুপ্রিম কোর্টে হচ্ছে মামলা, SSC কাণ্ডে নয়া মোড়!

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC Scam) ইস্যুতে কিছুতেই কাটছে না জট। ফের সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হতে চলেছেন চাকরিহারাদের একাংশ। OMR শিটের মিরর ইমেজের কপি প্রকাশের দাবিতে শীর্ষ আদালতের অবসরকালীন বেঞ্চে আবেদন জানাবেন জানাতে চলেছেন তারা।

সুপ্রিম কোর্টে নয়া মামলা | SSC Scam

সূত্রের খবর, উত্তরপত্রের মিরর ইমেজের কপি প্রকাশের দাবি জানাতে চলেছেন চাকরিহারারা। অযোগ্যদের বেছে অবিলম্বে বরখাস্ত করার দাবিতে এই মামলা দায়ের করার সিদ্ধান্ত চাকরিহারাদের। প্রসঙ্গত, রবিবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন চাকরিহারা শিক্ষকরা।

পূর্বে বিজেপি সাংসদের জানিয়েছিলেন OMR শিটের মিরর ইমেজ পাবলিক ডোমেনে আপলোড করলেই যোগ্য, অযোগ্য, বেরিয়ে যাবে। আগে বহুবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, ওএমআর শিটের মিরর ইমেজ পাবলিক ডোমেনে আপলোডের মাধ্যমে যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব। আইনি সহায়তার আশ্বাসও দিয়েছিলেন গেরুয়া সাংসদ।

তার একদিন আগে আন্দোলনরত চাকরিহারাদের একাংশ আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যর (Bikash Ranjan Bhattacharya) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এরপর সোমবার সর্বোচ্চ আদালতে রিভিউ পিটিশন দাখিল করার সিদ্ধান্ত নিয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ।

আরও পড়ুন: মঙ্গলবার থেকেই সাইক্লোনের তাণ্ডব? ৯০ কিমি বেগে ঝড়, বাংলার কোথায় কোথায় প্রভাব পড়বে?

মামলা করার উদ্দেশে এদিন সকালে ২ সদস্যের প্রতিনিধিদল দিল্লির উদ্দেশে রওনা দেন। মূলত নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে গাজিয়াবাদ থেকে যে OMR শিট CBI উদ্ধার করেছিল, সেই OMR শিটের মিরর ইমেজের কপি প্রকাশের দাবিতে পৃথক মামলা করার উদ্দেশে রওনা দিয়েছেন দুই চাকরিহারা।

এই প্রসঙ্গে চাকরিহারা এক শিক্ষক বলেন, “সিবিআই যে OMR এর সফট কপি হার্ডডিস্ক যেটা উদ্ধার করেছে, সেটাকে মান্যতা দিয়েছে। বিচারে তার উল্লেখ আছে। সেই OMR গুলি প্রকাশ্যে আনা হোক। যেটা হাইকোর্টের অর্ডারেও উল্লেখ ছিল।”

ভিডিও দেখুন: https://youtu.be/gzMFhjFZnec?si=tVdjVXbyiLxp-VQf

তিনি বলেন, “আমাদেরও দাবি ছিল, যাতে ওই উত্তরপত্র গুলি প্রকাশ করা হোক। কিন্তু সাম্প্রতিককালের একটি শুনানিতে দেখলাম, যেহেতু সেটা আদালতের আওতায় রয়েছে, তাই সেটা প্রকাশ্যে আসবে না বলে কমিশন জানিয়েছিল।” এবার সেই উত্তরপত্রের মিরর ইমেজের কপি প্রকাশের দাবিই জানাতে চলেছেন চাকরিহারারা।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X