বাংলা হান্ট ডেস্কঃ বিগত প্রায় দু’বছর ধরে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে সরগরম বাংলা। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ অনেকে বর্তমানে জেলবন্দি। আদালতে চলছে মামলা, আটকে রয়েছে নিয়োগ। এর মাঝেই সামনে আসছে বড় খবর! উচ্চ প্রাথমিকে নিয়োগের (Teacher Recruitment) কাউন্সেলিং নিয়ে জানা গেল নয়া আপডেট।
নববর্ষে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর (Teacher Recruitment)!
উচ্চ প্রাথমিকের মেরিট লিস্ট তথা মেধা তালিকায় অন্তর্ভুক্ত অপেক্ষামান প্রার্থীদের পরবর্তী কাউন্সেলিং চলতি জানুয়ারি মাসেই হবে। রবিবার শিক্ষা দফতরের কর্তাদের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। আগামী ১৫ জানুয়ারির পর কাউন্সেলিংয়ের দিনক্ষণ ফেলা হতে পারে বলে জানা যাচ্ছে।
শিক্ষা দফতরের এক কর্তা বলেন, বর্তমানে সুপ্রিম কোর্টে এসএসসি মামলা চলছে। আগামী ১৫ জানুয়ারি সেই মামলার শুনানি রয়েছে। তারপরেই উচ্চ প্রাথমিকের মেরিট লিস্টে (Upper Primary Recruitment) অন্তর্ভুক্ত অপেক্ষামান চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ের দিনক্ষণ ফেলা হতে পারে। চলতি মাসেই কাউন্সেলিং হবে বলে জানানো হয়েছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানানো হয়নি।
আরও পড়ুনঃ স্ত্রীকে ‘লুকিয়ে’ রেখেছে ডাক্তার মেয়ে! সোজা হাইকোর্টে ছুটলেন চিকিৎসক পিতা! তারপর যা হল…
এই বিষয়ে উচ্চ প্রাথমিকের (Upper Primary) চাকরিপ্রার্থীরা বলছেন, প্রথম দফায় ৮৭৪৯ জন চাকরিপ্রার্থীর প্রথম কাউন্সেলিং হয়েছে। দ্বিতীয় দফায় কাউন্সেলিংয়ের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের সংখ্যা ২৫৯৫ জন। দু’টি কাউন্সেলিং মিলিয়ে মোট ১১৩৪৪ জন চাকরিপ্রার্থীর কাউন্সেলিং হয়েছে। সুপারিশপত্র পেয়েছেন ৮৬৫১ জন। উপস্থিত হননি ২৬৯৩ জন।
পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ এই প্রসঙ্গে বলেন, উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় অন্তর্ভুক্ত ২৬২২ জন অপেক্ষামান চাকরিপ্রার্থীর কাউন্সেলিং এখনও বাকি রয়েছে (Teacher Recruitment)। তাঁর কথায়, ‘প্রায় ২৪% মতো চাকরিপ্রার্থীরা অনুপস্থিত রয়েছেন। এদিকে এখনও মেধা তালিকায় অন্তর্ভুক্ত ২৬২২ জন অপেক্ষামান চাকরিপ্রার্থীর কাউন্সেলিং হয়নি, তা বাকি রয়েছে। আমাদের দাবি হল, কলকাতা হাইকোর্টের দাবি মেনে অপেক্ষামান প্রত্যেকের কাউন্সেলিং করে চাকরি সুনিশ্চিত করতে হবে’।