বাংলা হান্ট ডেস্কঃ গত দু’বছর ধরে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে শোরগোল রাজ্যে। শিক্ষা দুর্নীতির জেরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বহুজনা। আদালতে চলছে মামলা। আটকে রয়েছে বহু নিয়োগ। তবে এরই মাঝে চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উচ্চ প্রাথমিক শিক্ষক (Teacher) নিয়োগের মেধা তালিকা প্রকাশিত হতে চলেছে।
কী জানালেন এসএসসির চেয়ারম্যান?
এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আগামী সপ্তাহেই শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশিত হবে। অর্থ্যাৎ এবার একজোটে কপাল খুলতে চলেছে বহু শিক্ষকের। প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করার জন্য পর্ষদকে ৪ সপ্তাহ সময় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে তার অনেক আগেই মেধা তালিকা প্রকাশ করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন।
কমিশন জানিয়েছে, চার সপ্তাহ নয়, দু’সপ্তাহেই ১৪ হাজারেরও বেশি প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্পষ্ট করেই বলেন, ‘ আগামী সপ্তাহের মধ্যেই মেধা তালিকা প্রকাশ করা হবে। এটাই আমাদের লক্ষ্য।’ প্রসঙ্গত, গত সপ্তাহেই উচ্চ প্রাথমিকে ১৪,০৫২ জনকে নিয়োগের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
উচ্চ আদালতের নির্দেশ ছিল নতুন মেধাতালিকা তৈরি করতে হবে ৪ সপ্তাহের মধ্যে। তার পর মোট ১৪,০৫২ জনের কাউন্সেলিং করতে হবে। যার জন্য ৪ সপ্তাহ সময় দিয়েছিল হাইকোর্ট। কাউন্সেলিংয়ের পর যোগ্য প্রার্থীদের দ্রুত সুপারিশপত্র দিতে হবে। আদালত জানিয়েছে, এব্যাপারে SSC যেন কোনও ঢিলেমি না করে তেমনটাও স্পষ্ট করে জানিয়েছিল আদালত। আর আদালতের নির্দেশ মতো এবার কোমর বেঁধে নেমছে কমিশন।
আরও পড়ুন: অবশেষে বকেয়া টাকা মিটিয়ে দিচ্ছে রাজ্য, তবে পাবেন শুধু এরা! DA দাবির মাঝেই বিরাট ঘোষণা
উচ্চ প্রাথমিকে ঘোষিত শূন্যপদদের সংখ্যা ১৪,৩৩৯টি। মোট প্রার্থী তার চাইতে কম। প্রার্থী সংখ্যা ১৪,০৫২ জন। যোগ্য প্রার্থীর সংখ্যাও অনেকটাই কম। তাই এবারে অধিকাংশরই চাকরি হয়ে যাওয়ার জোড়ালো সম্ভাবনা রয়েছে।