বাংলা হান্ট ডেস্কঃ অনুমোদনপত্র হাতে পাওয়ার পরেও জটিলতার শেষ নেই! উচ্চ প্রাথমিকের বেশ কয়েকজন চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র নিতে গিয়ে হয়রানির সম্মুখীন হতে হচ্ছিল বলে অভিযোগ। এবার এই সমস্যা সমাধান করতে বড় পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। ইতিমধ্যেই জারি করা হয়েছে নয়া বিজ্ঞপ্তি।
চাকরিপ্রার্থীদের সুবিধার্থে বিরাট পদক্ষেপ এসএসসির (School Service Commission)!
স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই কয়েকশো চাকরিপ্রার্থীদের অনুমোদনপত্র প্রদান করা হয়েছে। সেখানে ‘গ্র্যাড উইথ বি.এড’ উল্লেখ করা আছে বলে খবর। তবে এসএসসির (SSC) দেওয়া এই অনুমোদনপত্র নিয়ে চাকরিপ্রার্থীরা যখন বিদ্যালয়ে যাচ্ছেন, তখনই সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ।
বিদ্যালয়ে ফের চাকরিপ্রার্থীদের তথ্য যাচাই করার সময় দেখা যাচ্ছে, কারোর ডিএলএড ডিগ্রি আছে, কারোর রয়েছে ১ বছরের বি.এড, কেউ আবার ৪ বছরের বিএ/বিএসসি-এড করেছেন। এদিকে অভিযোগ, বিদ্যালয়গুলির কাছে এই প্রসঙ্গে পরিষ্কার কোনও নির্দেশিকা না থাকার কারণে চাকরিপ্রার্থীদের হয়রানির সম্মুখীন হতে হচ্ছে।
আরও পড়ুনঃ CBI খতিয়ে দেখুক…! এবার সোজা হাইকোর্টে ছুটলেন শুভেন্দু অধিকারী! কোন ঘটনায়?
এবার এই সমস্যা দূর করতেই উদ্যোগী হয়েছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসির তরফ থেকে নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে ‘গ্র্যাড উইথ বি.এড’এর পরিবর্তে ‘গ্র্যাড উইথ প্রফেশনাল কোয়ালিফিকেশন’ উল্লেখ করা আছে। একইসঙ্গে উচ্চ প্রাথমিকে (Upper Primary) শিক্ষকতা করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা দরকার, সেটাও বিজ্ঞপ্তি আকারে জানানো হয়েছে। পাশাপাশি নিয়োগপত্র পেতে গেলে ৮ দফা শর্তের কথাও সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র হাতে পেতে যাতে কোনও রকম সমস্যা না হয়, সেই জন্য কী কী শিক্ষাগত এবং প্রফেশনাল যোগ্যতা দরকার সেটা কমিশনের তরফ থেকে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে’। এসএসসির এই পদক্ষেপের ফলে চাকরিপ্রার্থীদের হয়রানি দূর হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
‘নবান্ন জ্বালিয়ে দাও’, সংযুক্তা রায়ের নামে দায়ের মামলা, এবারে বড় নির্দেশ দিল হাইকোর্ট