বাংলা হান্ট ডেস্কঃ একেই গিয়েছে চাকরি, তার উপর আবার পুলিশের ডাক। বুধবার চাকরিহারা শিক্ষক ইন্দ্রজিৎ মণ্ডল, সুদীপ কোনাররা বিধাননগর উত্তর থানায় হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মতো বৃহস্পতিবার নির্ধারিত সময়েই হাজিরা দিতে গিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা (SSC Teachers Protest)।
আন্দোলন চলবে, জানালেন চাকরিহারা শিক্ষকরা | SSC Teachers Protest
এদিন প্রায় দেড় ঘণ্টা থানায় ছিলেন চাকরিহারা শিক্ষকরা। সেখান থেকে বেরিয়েই ক্ষোভ উগরে দেন সংবাদ মাধ্যমের সামনে। তাঁদের দাবি, আন্দোলনকে ভাঙার চেষ্টা চলছে। মামলা মোকদ্দমা দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা চলছে। তাঁদের স্পষ্ট কথা, কোনো কিছু করেই আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না।
বিকাশ ভবন চত্বরে এখনও জমায়েত রয়েছে চাকরিহারাদের। চাকরি হারিয়ে জারি আন্দোলন। প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির জেরে এপ্রিল মাসে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এক ধাক্কায় চাকরি হারান ২৫,৭৩৫ জন শিক্ষক, শিক্ষাকর্মী। আদালতের রায়ের পর পথে নেমেছেন চাকরিহারাদের একটা অংশ। দফায় দফায় চলছে অবস্থান বিক্ষোভ।
বৃহস্পতিবার চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান ঘিরেধুন্ধুমার বেঁধে যায়। রণক্ষেত্রের চেহারা নেয় বিকাশ ভবন। গত বৃহস্পতিবার থেকে বিকাশ ভবনের সামনে অবস্থানে চাকরিহারা শিক্ষকদের (Teachers) একাংশ। পুলিশি ব্যারিকেড টপকে-ভেঙে বিকাশ ভবনের সামনে পৌঁছে গিয়েছিলেন আন্দোলনকারীরা।
ওই দিন রাতেই বিক্ষোভকারীদের উপর চলে পুলিশি লাঠিচার্জ। বিকাশভবনে হঠাৎই পুলিশ-চাকরিহারা খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বিকাশভবনের গেট পর্যন্ত ভেঙে যায়।
আরও পড়ুন: সদ্য বেড়েছে DA, এবার সরকারি কর্মীদের জন্য আরও বড় সুখবর! বেতন বৃদ্ধি নিয়ে নয়া আপডেট
চাকরিহারাদের তুলতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। যার জেরে বেশ কিছু জন আহত হন। হাত-পা ভেঙে যায়, মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। বেশ কিছু পুলিশ কর্মীও আহত হন। যা নিয়ে তোলপাড় শুরু হয় রাজ্যে। যদিও পরবর্তী সময়ে কলকাতা পুলিশ দাবি করে, একপ্রকার বাধ্য হয়েই উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে পুলিশ লাঠি চালিয়েছিল।
ভিডিও দেখুন: https://youtu.be/TFubUejlbIU?si=EKdn-bJl9ziB3jM-
এদিকে এরই মধ্যে আদালতে মামলা হলে বিকাশ ভবনের বদলে সেন্ট্রাল পার্কে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন করার জন্য পরামর্শ দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি আদালতের নির্দেশ ছিল দুই চাকরিহারা শিক্ষককে থানায় গিয়ে হাজিরা দিতে হবে বৃহস্পতিবার। তবে পুলিশ তাঁদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারবে না বলেও জানিয়েছিল হাইকোর্ট।