আমরা রাজি! বড় কথা জানিয়ে দিলেন চাকরিহারা শিক্ষকরা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে রাজি হলেন চাকরিহারারা (SSC Teachers Protest)। এসএসসি ইস্যুতে চাকরি বাতিল হওয়ার পর থেকেই বিকাশ ভবনের সামনে আন্দোলন অনশন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। এবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ মেনে সেখান থেকে সরে যেতে রাজি হলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।

কী জানালেন চাকরিহারা শিক্ষকরা? SSC Teachers Protest

আদালতের নির্দেশে সেন্ট্রাল পার্কের সামনে সরে যেতে রাজি চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তবে রয়েছে শর্তও। তবে ওই জায়গায় পর্যাপ্ত জল, ছাউনি এবং আলোর ব্যবস্থা বিধাননগর পুরসভাকে করে দিতে হবে বলে দাবি চাকরিহারাদের। আন্দোলনকারীদের সাফ দাবি, যত দিন পর্যন্ত না সেই সব ব্যবস্থা হচ্ছে, তত দিন তারা সরছেন না বিকাশ ভবন চত্বর থেকে।

শুক্রবার কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলা উঠলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেন্ট্রাল পার্কের সামনে চাকরিহারাদের কর্মসূচির অনুমতি দেন। শর্তসাপেক্ষ নির্দেশ দিয়ে বিচারপতি বলেন, একসঙ্গে ২০০ লোক নিয়ে অদলবদল করে কর্মসূচির অনুমতি দিয়েছে হাইকোর্ট।

আন্দোলকারীদের বিচারপতির আরও নির্দেশ ছিল, তাঁদের ১০ জন প্রতিনিধির নাম পুলিশের কাছে জমা দিতে হবে। জমায়েত নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। রাজ্যকে আদালতের নির্দেশ, আন্দোলনকারীদের খাওয়ার জল, শৌচালয় থেকে শুরু করে প্রয়োজনীয় সব বন্দোবস্ত করে দিতে হবে।

আদালতের নির্দেশ মতো সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য ইতিমধ্যেই বিধাননগর পুরসভাকে চিঠি দিয়েছে পুলিশ। এদিকে চাকরিহারা শিক্ষকরা আগামী সোমবার পর্যন্ত সরকারকে ডেডলাইন দিয়ে জানিয়ে দিয়েছে, এই সময়ের মধ্যে সরকারের তরফে কেউ যদিও তাঁদের সঙ্গে দেখা না করেন, তবে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।

ভিডিও দেখুন: https://youtu.be/gzMFhjFZnec?si=tVdjVXbyiLxp-VQf

এদিকে নিজেদের দাবি সংসদে তুলে ধরার জন্য বাংলার সমস্ত সাংসদকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন চাকরিহারারা। শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিয়েছেন আন্দোলনকারীরা। এখন সরকার কী পদক্ষেপ নেয় সেটাই দেখার।

আরও পড়ুন: ‘পিকচার অভি বাকি হ্যায়’! ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিতর্কিত মন্তব্যের পর কীসের ইঙ্গিত দিলেন সৌগত?

প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির জেরে এপ্রিল মাসে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এক ধাক্কায় চাকরি হারান ২৫,৭৩৫ জন শিক্ষক, শিক্ষাকর্মী। আদালতের রায়ের পর পথে নেমেছেন চাকরিহারাদের একটা অংশ। দফায় দফায় চলছে অবস্থান বিক্ষোভ। তাঁদের স্পষ্ট কথা, কোনো কিছু করেই আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। আন্দোলন চলবে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X