বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষকদের (Teacher’s ) বিরুদ্ধে কড়া অ্যাকশন। শিক্ষা দফতরের থেকে অভিযোগ পেয়ে বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ (SSC Teachers Protest)। আন্দোলনরত চাকরিহারাদের একাংশকে চিহ্নিত করে শো কজ় করল মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)। ১৬ মে থেকে চিঠি পাঠানো শুরু হয়েছে। স্পষ্ট করে পর্ষদ জানিয়েছে আগামী সাত দিনের মধ্যে তাঁদের শো কজ়ের জবাব দিতে হবে।
ভাঙচুর চালানো শিক্ষকদের চিহ্নিতকরণ শুরু | SSC Teachers Protest
বৃহস্পতিবারের বিকাশভবনে, সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কর্মীদের কাজে বাধা, হুমকির অভিযোগ, কর্তব্যরত পুলিশকর্মীদের মারধর সহ একাধিক অভিযোগে আগেই মামলা দায়ের হয়েছিল চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে। এবার করা হল শো কজ়। ঘটনার দিন চাকরিহারারা কী কী ‘বেআইনি’ কাজে যুক্ত হয়েছিলেন, শো কজ় চিঠিতে তার বিস্তারিত উল্লেখ রয়েছে।
কেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের এই ধরনের আচরণ? তার জবাবদিহি করতে বলা হয়েছে। পর্ষদের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন যাঁরা বেআইনি কাজ করেছিলেন, ওই দিনের ঘটনার ছবি এবং ভিডিয়ো থেকে অনেককেই চিহ্নিত করা সম্ভব হয়েছে। অভিযোগ, সরকারি সম্পত্তি নষ্ট সহ বিকাশ ভবনের কর্মচারী এবং সাধারণ মানুষকে হেনস্থার পাশাপাশি পুলিশের সঙ্গে অভব্য আচরণ এবং গালিগালাজ করা হয়।
বিক্ষোভকারীদের এই ধরনের আচরণের কারণ কী? কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানিয়ে আগামী সাত দিনের মধ্যে জবাব তলব কর হয়েছে পর্ষদ তরফে। প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির জেরে এপ্রিল মাসে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এক ধাক্কায় চাকরি হারান ২৫,৭৩৫ জন শিক্ষক, শিক্ষাকর্মী। আদালতের রায়ের পর রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছেন চাকরিহারাদের একটা অংশ। পথে নেমেছেন তারা। দফায় দফায় চলছে অবস্থান বিক্ষোভ।
ভিডিও দেখুন: https://www.youtube.com/live/a2Id6a-3-c4?si=yKUjPwYfl5OX3D_I
চাকরিহারাদের বিক্ষোভ ঘিরে সম্প্রতি রণক্ষেত্রের চেহারা নেয় বিকাশ ভবন। গত বৃহস্পতিবার থেকে বিকাশ ভবনের সামনে অবস্থানে চাকরিহারা শিক্ষকদের (Teachers) একাংশ। ওই দিন রাতেই বিক্ষোভকারীদের উপর চলে পুলিশি লাঠিচার্জ। বিকাশভবনে হঠাৎই পুলিশ-চাকরিহারা খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বিকাশভবনের গেট পর্যন্ত ভেঙে যায়।
আরও পড়ুন: বাঙালি মুসলিমদের মধ্যে গ্রহণযোগ্যতা নেই ফিরহাদের, প্রভাব কমেছে সিদ্দিকুল্লার! ফের বিস্ফোরক হুমায়ুন
এরপরই চাকরিহারাদের তুলতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। যার জেরে বেশ কিছু জন আহত হন। হাত-পা ভেঙে যায়, মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। বেশ কিছু পুলিশ কর্মীও আহত হন। তবে এখনও নিজেদের অবস্থানে অনড় চাকরিপ্রার্থীরা। বিকাশ ভবন চত্বরে এখনও জমায়েত রয়েছে চাকরিহারাদের।