এক ধাক্কায় অনেকটা বাড়ল ‘যোগ্য’ প্রার্থীর সংখ্যা, নিয়োগ নিয়ে বড় মন্তব্য SSC-র চেয়ারম্যানের

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্যে। তবে বহু সময় আগে থেকেই স্কুল সার্ভিস কমিশনের (SSC) দ্বারা উচ্চ প্রাথমিকে (Upper Primary) শিক্ষক নিয়োগ স্থগিত রয়েছে। দীর্ঘ আট বছর থেকে বন্ধ সেই নিয়োগ। একের পর এক মামলা ছাড়াও নানা অজানা কারণে জটিলতা বৃদ্ধি পেয়েছে। তবে সম্প্রতি নিয়োগের জট কাটাতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দুটি অতিরিক্ত হলফনামা জমা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। আর তাতে সামনে উঠে এসেছে সাদা কালি ধন্দ।

ঠিক কী ঘটনা? ২০১৫ সালের উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষায় সাতশোরও বেশি পরীক্ষার্থীর ওএমআর শিটে ঠিক উত্তরে হোয়াইটনার বোলানো রয়েছে। তবে এমসিকিউ (MCQ) তে অন্য কোনও অপশনের উত্তরে টিক বা গোল দাগ দেওয়া নেই। শুধু তাই নয়, ওই সব পরীক্ষার্থীর হোয়াইটনার বোলানো
উত্তরের সঙ্গে টেট মার্কস মেলালেও দেখা যাচ্ছে, পরীক্ষার সময়েও তারা সঠিক উত্তরেই দাগ দিয়েছিলেন। এই নিয়েই শুরু হয় ধন্দ।

এই নিয়ে ২৭ মার্চ হাইকোর্টে উচ্চ প্রাথমিকে নিয়োগ ও মেধা তালিকা সম্পর্কিত মূল হলফনামা জমা দেয় কমিশন। তাতে জানানো হয়, সংশ্লিষ্ট প্রার্থীদের ওএমআর শিট বিকৃত। তবে এরপর ফের কলকাতা আদালতে অতিরিক্ত হলফনামা জমা দিয়েছে কমিশন। যাতে উত্তর পত্রে হোয়াইটনার বোলানো চাকরিপ্রার্থীদের একাংশকে ‘যোগ্য’ বলে বিবেচনার আর্জি জানিয়েছে এসএসসি।

ssc

এপ্রিল মাসে অতিরিক্ত হলফনামা দিয়ে এসএসসি জানিয়েছে, প্রায় ৭৫০ জন প্রার্থীর ওএমআর-এ ঠিক উত্তরেই হোয়াইটনার বোলানো আছে। এই পরিস্থিতিতে ওই পরীক্ষার্থীদেরও মেধা তালিকাভুক্ত করার আর্জি জানানো হয়েছে। যার ফলে মেধা তালিকায় ১২,৫৮৯ জন প্রার্থীর পরিবর্তে বর্তমানে ১৩,৩৩৯ জন যোগ্য প্রার্থীকে প্যানেলে জায়গা করে দেওয়ার আর্জি জানিয়েছে কমিশন।

এই বিষয়ে এসএসস্যার চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, “আমাদের তরফে যা বলার অতিরিক্ত হলফনামা আকারে আদালতে জানিয়েছি। এর বাইরে আমাদের কিছু বলার নেই।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর