বাংলা হান্ট ডেস্ক : টানা চার বছর মামলার জটে আটকে রয়েছে রাজ্যের স্কুল শিক্ষা কমিশনের উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ। 2015 সালে লিখিত পরীক্ষা হলেও ফল প্রকাশে দেরি, দীর্ঘ আড়াই বছর পর ফল প্রকাশ হলেও আবারও মামলার জটে আটকে যায় উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ। যদিও চলতি বছরে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে কিন্তু এবার উচ্চ প্রাথমিকে নতুন করে শূন্য পদ তালিকা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষোভ প্রকাশ করল প্রার্থীরা।
শূন্য পদের সংখ্যা নিয়ে আগে থেকেই ধোঁয়াশা তৈরি হয়েছিল পরে ইন্টারভিউ শেষে মেধা তালিকা প্রকাশ নিয়ে আবারও মামলা দায়ের হয়েছিল, 30 হাজার শূন্য পদে শীঘ্রই নিয়োগের দাবিতে আন্দোলন হয়েছিল বেশ কয়েক বার তবে এ বার উচ্চ প্রাথমিকে আসন সংখ্যা অনেকটাই কমে গিয়েছে বলে সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করে তালিকা প্রকাশিত হয় স্কুল শিক্ষা কমিশনের তরফে।সম্ভাব্য শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এমনটাও বলা হয় আর তাতেই ক্ষোভ চূড়ান্ত।
পার্শ্বশিক্ষকদের সংরক্ষণ বাদ দিয়ে মোট শূন্য পদের সংখ্যা ধরা হয়েছে 14,339। যদিও এর আগে শূন্য পদের সংখ্যা14339 এই প্রকাশ করা হয়েছিল তা হলে নতুন করে তালিকায় কেন সম্ভাব্য কথাটি যোগ করা হলেও? এই প্রশ্ন যেমন উঠছে ঠিক তেমনই নতুন করে কমিশনের পিঠ বাঁচানোর চেষ্টা চলছে বলেও দাবি ওঠে।
যদিও কয়েক দিন আগে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের শূন্য পদ বাড়তে পারে বলে ঘোষণা করা হয়েছিল কিন্তু সোমবারের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর 10 শতাংশ সংরক্ষণ কমিয়ে দেওয়া হল বলেই মনে করছে চাকরি প্রার্থীদের একাংশ।