বাতিল ২৫৭৫৩ চাকরিপ্রার্থীর নিয়োগ, SSC মামলায় ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার (SSC Recruitment Corruption case) ২৫৭৫৩ চাকরিপ্রার্থীর নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। ‘মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ হওয়া উচিৎ নয়’। এসএসসি মামলার রায়ে স্পষ্ট জানাল কলকাতা হাইকোর্টের ( Calcutta High Court ) বিচারপতি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন (Justice Debangshu Basak) বেঞ্চ।

এসএসসি মামলায় ২০১৬ সালের প্যানেলের সকলের চাকরি বাতিল হল। শুধু তাই নয়, যারা মেয়াদ উত্তীর্ণ পদে চাকরি পেয়েছেন আগামী ৬ সপ্তাহের মধ্যে বেতন ফেরতের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, প্যানেল বাতিলের পর এসএসসি এবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে।

নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া অবস্থানে হাইকোর্ট। দুর্নীতি করে অতিরিক্ত শুন্যপদ তৈরী করে যারা এই চাকরি দিয়েছেন তার সন্ধানে তদন্ত করবে CBI. যাকে প্রয়োজন তাকেই হেফাজতে নিতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এসএসসি সংক্রান্ত সমস্ত তদন্ত চালিয়ে যাবে সিবিআই। প্রায় সাড়ে ৩ মাসের শুনানি শেষে SSC মামলার রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট।

এদিকে ভোটের মাঝেই গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দ্বাদশের ২০১৬ প্যানেল বাতিল হওয়ায় বিরাট ধাক্কা রাজ্য সরকারের। এই চাকরিপ্রার্থীদের চাকরি যাতে না যায় তা নিয়ে বারংবার ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। তবে কোনো কিছুতেই কাজ হল না।

প্রসঙ্গত উল্লেখ্য, এসএসসির মাধ্যমে শিক্ষক এবং অশিক্ষক শিক্ষা কর্মী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ মোট ৩৫০টি মামলা দায়ের হয়েছিল। সেই সব মামলা একত্র করে এদিন রায়দান করল কলকাতা হাইকোর্ট।

এর আগে এই মামলার শুনানি করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন জাস্টিসের দেওয়া বিভিন্ন রায় নিয়ে রাজ্য সরকার তরফে আপত্তি জানানো হয়েছে। পরে ঘটনাচক্রে বিচারপতির এজলাস থেকে মামলা সরানো হয়। এরপর সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট মামলাগুলি অন্য কোনও এজলাসে পাঠানোর জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছিলেন।

calcutta high court gta teacher recruitment scam

আরও পড়ুন: ‘জাস্টিস দেবাংশু বসাক…’, SSC মামলার রায়দান নিয়ে কী বললেন প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি?

এরপর থেকেই প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি চলছিল। সুপ্রিম কোর্ট ছয় মাসের মধ্যে বিশেষ বেঞ্চকে ছ’মাসের মধ্যে শুনানি শেষ করতে বলেছিল। সেই মতো গত ডিসেম্বর মাস থেকে মামলাগুলির শুনানি শুরু হয় বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ বেঞ্চে। অবশেষে লোকসভা ভোটের মাঝে আজ সেই সমস্ত মামলার রায় দিল কলকাতা হাইকোর্ট। যেই রায় নজিরবিহীন। যা এককথায় ঐতিহাসিক।

ad

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর