শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো SSC

 

 

বাংলা হান্ট ডেস্ক:পশ্চিমবঙ্গে বেকারত্ব বাড়ছে।এই নিয়ে বহুদিন ধরেই সোচ্চার বিরোধীরা। বহুবার রাজপথে নেমেছে মানুষের ঢল। সরকারের বিরুদ্ধে সংগঠিত হয় আন্দোলন।এর মাঝেই  দিন কয়েক আগেই একাদশ ও দ্বাদশ শ্রেণি শিক্ষক চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করেছে৷ কমিশন এই পর্বে ৭০৬টি আসনে কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করেছে৷ এবার নবম ও দশম শ্রেণির চাকরি প্রার্থীদের জন্য সুখবর দিল স্কুল সার্ভিস কমিশন৷ নবম ও দশম স্তরে চাকরি প্রার্থীদের জন্য চতুর্থ পর্যায়ের কাউন্সিলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন এবং একইসঙ্গে প্রকাশিত হয়েছে শূন্যপদের তালিকা ৷ ডাউনলোড করা যাচ্ছে ইন্টিমেশন লেটার৷ নবম ও দশম শ্রেণিতে শূন্যপদ ছিল ১৪ হাজার৷ প্রথম কাউন্সেলিংয়ে ৪ হাজার এবং  দ্বিতীয় ও তৃতীয় কাউন্সিলিং ৫ হাজার প্রার্থী মনোনীত হন৷

IMG 20190915 104442

প্রার্থীদের দাবি ছিল আপডেট তালিকা প্রকাশ করে শূন্যপদ পূরণ করুক সরকার। এবং সেই  দাবি নিয়ে গত ২৮ ফেরুয়ারি তারিখ থেকে মার্চ মাসের ২৮ তারিখ পর্যন্ত দীর্ঘ এক মাস ধরে আন্দোলন ও অনশন  চালিয়ে ছিলেন প্রার্থীরা ।অবশেষে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন এবং গঠিত হয় কমিটি। তার পর ই প্রত্যাহার করা হয় আন্দোলন। কিন্তু তার পরেও চূড়ান্ত নিয়োগ থমকে ছিল৷এত লড়াই এর পর অবশেষে সেই প্রক্রিয়া শুরু করল এসএসসি৷ আন্দোলনরত এস এস সি চাকরিপ্রার্থীদের জানায়, আপডেট ভ্যাকান্সি তৈরি এবং  সকলকে যদি চাকরির ব্যবস্থা সরকার না করে দেয় তাহলে আবারও সংগঠিত হবে আন্দোলন এবং তা হবে আরও জোরদার।

সম্পর্কিত খবর