বিশ্বের দরবারে বাংলার মুখ উজ্জ্বল করলো SSKM, পেল সেরার তকমা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বড়ো সম্মান অর্জন করলো বাংলার গর্ব এসএসকেএম হাসপাতাল। “সেরার সেরা”-র শিরোপা দেওয়া হলো স্বাস্থ্য কেন্দ্রটিকে। এক্সপেরিমেন্ট, পরিষেবা, সুপার স্পেশ্যালিটি
বিভাগের কার্যকারিতা-সহ একাধিক বিষয়কে গুরুত্ব দিয়ে বিশ্বের অন্যতম সেরা হাসপাতালের তালিকায় স্থান করে নিল সকলের কাছে পিজি বলে পরিচিত কলকাতার এসএসকেএম হাসপাতাল। অবশ্য পিজি একা নয়, একইসাথে এই তালিকায় স্থান পেয়েছে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স বা এইমস।

এই সেরার নিরীক্ষাটি চালিয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকা ‘নিউজ উইক’। ইউরোপ, দক্ষিণ আমেরিকা, এশিয়ার সরকারি ও বেসরকারি রোগী পরিষেবা, গবেষণা, সুপার স্পেশ্যালিটি কেয়ার নিয়ে একটি সার্ভে করেছিল। পত্রিকাটির গ্লোবাল ইন চিফ ন্যান্সি কুপার এবং সিইও ড. ফ্রেডরিখ সওয়াডন্ত এসএসকেএম হাসপাতালের কর্তৃপক্ষকে এই তাদের দেওয়া এই বিশেষ স্বীকৃতির ব্যাপারে অবহিত করেছে।

গত ২রা মার্চ তাদের সার্ভের ফলাফলটি প্রকাশিত করা হয়েছে। এই গোটা সমীক্ষাটির সঙ্গে যুক্ত ছিলেন ৭৫ হাজারেরও বেশি চিকিৎসক, হাসপাতাল ম্যানেজার এবং হেলথ কেয়ার প্রফেশনাল। সকলের বিচারের ফলাফলকে একত্রিত করে এসএসকেএম হাসপাতালকে সেরার তালিকাভুক্ত করা হয়েছে।

‘নিউজ ইউকে’ পত্রিকার তরফে যে অফিসিয়াল বার্তা এসেছে তাতে প্রাপ্তি স্বীকার করে এসএসকেএম হাসপাতাল অধিকর্তা ডক্টর মণিময় ব্যানার্জি জানিয়েছেন, “এককভাবে কারোর চেষ্টার জন্য এই সাফল্য আসতে পারে না। হাসপাতালের সকল চিকিৎসকবর্গ, অধ্যাপকবর্গ থেকে শুরু করে চতুর্থ শ্রেণির কর্মী সবাই একযোগে কাজ করে এই সাফল্য এনে দিয়েছেন। আগামিদিনে রোগী পরিষেবা ও চিকিৎসা গবেষণাকে আরও উন্নত করে তোলাই আমাদের লক্ষ্য।”

এই রাজ্যের একমাত্র মাল্টি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল হলো এসএসকেএম। হাসপাতালের প্রতিটি বিভাগকেই এখানে সুপার স্পেশ্যালিটি হিসেবে ঘোষণা করেছে খোদ রাজ্য সরকার। স্পোর্টস মেডিসিন, ক্যানসার গবেষণা, নিউরো অর্থো, ইএনটি এবং হেমাটোলজিতে নতুন পথের দিশা দেখিয়েছে হাসপাতালটি। করোনা মহামারীর সময় করোনা ভাইরাসের পার্শ্বপ্রতিক্রিয়া এবং মিউকোরমাইকোসিসের উপর গবেষণা গোটা দেশের চিকিৎসা মহলে প্রশংসা কুড়িয়েছিল। আইসিএমআর কর্তৃকও স্বীকৃতি অর্জন করেছে বাংলার এই হাসপাতাল।


Reetabrata Deb

সম্পর্কিত খবর