বাংলাহান্ট ডেস্ক: দু বছরের বেশি হয়ে গিয়েছে, ইহজগৎ থেকে বিদায় নিয়েছেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। কিন্তু লাখো লাখো অনুরাগীর মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি। বেঁচে থাকাকালীন যতটা না সম্মান, জনপ্রিয়তা পেয়েছিলেন, মৃত্যুর পর তার থেকে বহুগুণে পরিচিত হয়ে ওঠেন সুশান্ত।
তাঁর অকালমৃত্যু এখনো সকলের কাছে রহস্য রয়ে রয়ে গিয়েছে। সেই রহস্য থেকে আদৌ কোনোদিন পর্দা উঠবে কিনা তাও কেউ জানে না। কিন্তু সুশান্ত সহজে লাইমলাইট থেকে নড়েন না। বলিউড থেকে চিরতরে বিদায় নিয়েও আষ্ঠেপৃষ্ঠে বলিউডের সঙ্গে জুড়ে গিয়েছেন তিনি।
সুশান্তের বিরুদ্ধে কোনো মন্তব্য, কোনো আপত্তিজনক কাজ সহ্য করতে পারেন না ভক্তরা। তাঁর মৃত্যুর পর ক্ষোভের আগুন জ্বলেছিল গোটা দেশে। সে আগুন এখন অনেকটা স্তিমিত হয়ে এলেও আঁচ ধিকিধিকি করে জ্বলছে। একটা ঘটনাও সেটাকে দাবানলে পরিণত করতে পারে।
সম্প্রতি ঘটে গেল সেই ঘটনাই। জনপ্রিয় অনলাইন পণ্য বিক্রয়কারী প্ল্যাটফর্ম ফ্লিপকার্টের বিরুদ্ধে বয়কটের ডাক তুলল নেটিজেনদের একটা বড় অংশ। ফ্লিপকার্টে পুরুষদের জন্য একটি বিশেষ টিশার্ট পাওয়া যাচ্ছে বলে খবর, যাতে প্রয়াত সুশান্তের ছবি প্রিন্ট করা রয়েছে। সঙ্গে লেখা হয়েছে, অবসাদ ঠিক ডুবে যাওয়ার মতো অনুভূতি।
Country has not yet come out of the shock of Sushant's tragic death.
We will keep raising our voice for justice..
Flipkart should be ashamed of this heinous act and should apologize that such incident will not be repeated again.#BoycottFlipkart pic.twitter.com/wEVLPYl5EH
— स्वघोषित पत्रकार (@Kashyap_updates) July 26, 2022
টিশার্টের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্র বাঁধ ভেঙেছে সুশান্ত ভক্তদের। তাদের আপত্তি টিশার্টের লেখাটি নিয়ে। সুশান্ত অবসাদগ্রস্ত ছিলেন না। বলিউড মাফিয়ারা তাঁকে পরিকল্পনা করে হত্যা করেছে, অভিযোগ অনুরাগীদের। নেটপাড়ায় ট্রেন্ডিংয়ে চলে এসেছে ‘হ্যাশট্যাগ বয়কট ফ্লিপকার্ট’। এমনকি একজন মন্তব্য করেছেন, মানহানিকর বার্তার জন্য ফ্লিপকার্টকে আইনি নোটিস পাঠাবেন তিনি।
2. Someone has uploaded this (I have hidden the face printed on T-Shirt) on .@Flipkart which is defaming a deceased. Hence I'll serve a notice to Flipkart team.
Also, #BoycottFlipkart for such reasons.
Copy to .@withoutthemind di .@divinemitz di .@flipkartsupport
A thread. (2) pic.twitter.com/tJLhFh20fJ
— Rudrabha Mukherjee (@imrudrabha) July 26, 2022
২০২০ সালের ১৪ জুন নিজের বান্দ্রার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় মিলেছিল সুশান্তের দেহ। এখনো পর্যন্ত হয়নি মৃত্যু তদন্তের কিনারা। কিন্তু তাঁর কাছের মানুষরা, ভক্তরা এখনো মনে রেখেছেন সুশান্তকে।