বাংলাহান্ট ডেস্ক: মৃত্যুর দু বছর পর ফের সক্রিয় সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) মামলা। ২০২০ সালের ১৪ জুন নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অভিনেতার দেহ। তদন্তে নামে তিন তিনটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মধ্যে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোই এখনো পর্যন্ত সক্রিয় রয়েছে। তদন্ত নিয়ে আর কোনো উচ্চবাচ্যই করতে দেখা যায়নি সিবিআইকে।
কিছুদিন আগে সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু তথা মামলায় অন্যতম সন্দেহভাজন ব্যক্তি সিদ্ধার্থ পিঠানি জামিন পেয়েছেন। প্রায় এক বছর জেলে কাটানোর পর সদর ছাড়া পেয়েছেন তিনি। তারপরেই বুধবার সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী, ভাই শৌভিক চক্রবর্তী সহ আরো কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে NCB। রিয়ার বিরুদ্ধে সুশান্তকে মাদক পাচার করার অভিযোগ রয়েছে চার্জশিটে।
এবার এক সাক্ষাৎকারে প্রয়াত সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং দাবি করলেন, ষড়যন্ত্র করে খুন করা হয়েছে তাঁর ভাইকে। ওটা আত্মহত্যা হতেই পারে না। কারণ মৃতদেহে আত্মহত্যার কোনো চিহ্নই ছিল না। ফের একবার বলিউডের নেপোটিজমের প্রসঙ্গ টেনে এনেছেন প্রিয়াঙ্কা। তিনি দাবি করেন, সুশান্তের প্রতিভা ও বুদ্ধিমত্তার জন্য নিরাপত্তাহীনতায় ভুগছিলেন অনেকে। তাই ষড়যন্ত্র করে তাঁকে মারা হয়েছে।
সুশান্তের মৃত্যুকে অনেকে নিজ নিজ স্বার্থ চরিতার্থ করার কাজে লাগিয়েছিলেন বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা। কিন্তু অভিনেতার আকস্মিক মৃত্যুর পরেই এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে বলিউডের নেপোটিজমকে কত মানুষ ঘৃণা করে।
প্রিয়াঙ্কা সিং বলেন, এত সহজে তিনি হাল ছাড়বেন না। মামলার শেষ দেখেই ছাড়বেন। ‘জাস্টিস ফর সুশান্ত সিং রাজপুত’ নামে যে ট্রেন্ড শুরু হয়েছে দু বছর আগে তা এত তাড়াতাড়ি শেষ হবে না। ভাইকে বিচার পাইয়ে তবেই ছাড়বেন, পণ করেছেন প্রিয়াঙ্কা।