শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার: ভারতের এমন এক শিব মন্দির, যা বেশিরভাগ সময়ই জলের তলায় থাকে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ গোটা পৃথিবী জুড়েই নানারকমের সব অদ্ভূত মায়া ছড়িয়ে রয়েছে। দেবদেবীদের মধ্যে মহাদেব শিবেরও (shiva) এমন একটি মন্দির রয়েছে, যা আজও রহস্যে ঘেরা। এই মন্দিরকে ভারতের নিখোঁজ শিব মন্দির বলা হয়। গুজরাটের কাভি কাম্বোই শহরে অবস্থিত এই অদ্ভূত মন্দিরের নাম স্তম্ভেশ্বর শিব মন্দির (Stambheshwar Mahadev Temple)।

আরব সাগরের তীরে এবং গুজরাটের কাম্বো উপসাগরের মাঝে অবস্থিত এই মন্দির দিনের বেশিরভাগ সময়ই জলের নীচে থাকে। ভক্তরা ইচ্ছে করলেই, এই মন্দির দর্শন করতে পারেন না। দিনের একটি নির্দিষ্ট সময়ে এই মন্দির জল থেকে উপরে উঠে আসে, আর তখনই কিছু সময়ের জন্য মন্দির দর্শন করা যায়।

বেশির ভাগ সময়েই মন্দির জলমগ্ন হয়ে থাকার কারণে, এই ঘটনা অনেকেরই মতে অলৌকিক। আবার কেউ ভাবেন সত্য ঘটনা। দূর দুরান্ত থেকে প্রচুর মানুষ ছুটে আসেন দেবাদিদেব মহাদেবের এই মন্দির দর্শনের জন্য। সমুদ্র দিয়ে ঘেরা এই মন্দিরটির সৌন্দর্য দেখতে অনেক মানুষের ভিড় হয়। ভারতের এই মন্দির সব থেকে জাগ্রত আর নজর কারা বলে মনে করা হয়।

সমুদ্রতীর থেকে প্রায় ১.৫ কিলোমিটার গভীরে রয়েছে এই মন্দির। খানিকটা সূর্যোদয়ের আঙ্গিকে এই মন্দির জলমগ্ন অবস্থা থেকে উপরে উঠে আসে। প্রধানত দুপুর ১ টা থেকে রাত ১০টা অবধি এই মন্দির দর্শন করা যায়। মন্দিরের উচ্চতা প্রায় ২০ ফুট।

জোয়ারের পরিমাণ কম থাকার সময় এক মাত্র এই মন্দিরে শিব লিঙ্গ দেখা যায়। দর্শনার্থীদের সুবিধার জন্য, এক বিশেষ কাগজ দেওয়া হয়, যেখানে জোয়ার ভাটার সময়ও লেখা থাকে। জোয়ার ভাটা মেনেই মন্দিরে দেবতার দর্শন সম্ভব। তবে বিজ্ঞানীরা এটিকে পুরনো জোয়ার-ভাটার এক নিদর্শন হিসেবেই মনে করেন।

X