গির্জায় বিনামূল্যের খাবার বিতরণ, আনতে গিয়েই পদপিষ্ট বহু! মৃত অন্তত ৩১

   

বাংলাহান্ট ডেস্ক : গরিব মানুষদের জন্য খাবার বিতরণের আয়োজন করা হয়েছিল গির্জার তরফে। হুড়োহুড়ি পড়ে যায় সেই খাবার নিতে এসে । আর তার জেরেই পদপিষ্ট হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হল। আহত হলেন বহু মানুষ। নাইজেরিয়ায় ঘটে গিয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি।

জানা গিয়েছে, নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের পোর্ট হারকোর্ট শহরের কিং অফ অ্যাসেম্বলি গির্জায় ‘শপ ফর ফ্রি’ নামের ওই ইভেন্টে দরিদ্র মানুষকে বিনামূল্যে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিলির ব্যবস্থা করা হয়েছিল। দ্রুত সেখানে ভিড় জমতেই শুরু হয় ঠেলাঠেলি। শেষ পর্যন্ত তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পুলিশ তাদের বিবৃতিতে জানিয়েছে, ”দুর্ভাগ্যজনক ভাবে ভিড়টা বাড়তে থাকার ফলে উদ্যোক্তাদের সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায়। সব মিলিয়ে ৩১ জন মানুষ প্রাণ হারিয়েছেন পদপিষ্ট হয়ে।”

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বহু ছবি। তাতে দেখা যাচ্ছে, মৃত মানুষদের পরিবারের সদস্যদের শোকে ভেঙে পড়ার ছবি। শহরের সেনা হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই শিশু বলে জানা যাচ্ছে। গির্জার আশপাশে যত্রতত্র ছড়িয়ে রয়েছে জুতো। সব মিলিয়ে এই করুণ দৃশ্য ঘিরে শোকের ছায়া নাইজেরিয়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাইন ক্রমশই দীর্ঘ হচ্ছিল। এরপরই পিছন থেকে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এরপরই সামনের সারিতে থাকা লোকেরা তাঁদের ঠেলতে থাকেন। এরপরই বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। পিছনের লোকেরা সামনের দিকে এগিয়ে এলে বহু লোক তাঁদের পায়ের তলায় চাপা পড়ে যান।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর