‘আমরা মহা হনু’, র‍্যাপ গাইছে অসুর! স্টার জলসায় শিব-দুর্গার নাচ দেখে হেসে লুটোপুটি! দেখুন ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: মহালয়ার (Mahalaya) ভোর মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী। এরপর বিভিন্ন চ্যানেলে (Channel) শুরু হয় প্রভাতী অনুষ্ঠান বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা দেবীর রূপে আবার কেউ মহিষাসুরের রূপে পর্দায় ফুটে ওঠেন। এ বছরও তাঁর অন্যথা হল না। কিন্তু এবছর যেন সব কিছুকে টপকে গেল। অনুষ্ঠান সম্প্রচারের পরেই সোশ্যাল মিডিয়ায় মিমের (Meme) ছড়াছড়ি!

স্টার জলসায় (Star Jalsa) শিবের নাচ দেখে একটি ভিডিও পোস্ট করেন এক যুবক। সেখানেই শুরু হয়ে যায় কমেন্টের (Comment) বন্যা। ওই কমেন্টে একজন লেখেন, ‘যাই বলুন আর তাই বলুন কোনও কথা হবে না! দেখে প্রাণ ভরে হাসলাম তো!’ শিবের নাচ দেখে আর একজন লিখেছেন, ‘শিব আবার এরকম নাচ শিখল কবে? গানের লিরিক্সটা কে লিখেছে? তাঁকে প্লিজ প্রকাশে আনুন একটু দেখতে চাই।’

উল্লেখ্য, এদিন প্রভাতী অনুষ্ঠানে দেখা গিয়েছে অসুর র‍্যাপ সংগীত গাইছে। কোথাও আবার তারা নিজেরাই নিজেদের ‘মহা হনু’ বলে আখ্যা দিচ্ছে। আর তা দেখে হেসে খুন নেট নাগরিকরা! কেউ কেউ ওই ভিডিও পোস্ট করে রানিং কমেন্ট্রি দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘স্টার জলসার অসুর মেটাল রক গাইছে। আলাবাই তো!’ আবার একজন মশকরা করে লিখেছেন, ‘শিবের খিদে পেয়েছে আর অন্নপূর্ণা নাচছে। কীরে ভাই নাচ না জানলে অভিনেত্রী বলে তাঁকে দিয়ে জোর করে নাচাবেন?’

আরেক নেট নাগরিক লিখেছেন, ‘বিয়ে করতে এভাবে ছাইফাই মেখে কে যায় ভাই? আর এমন সব ভূত-প্রেত বরযাত্রী নিয়ে গেলে তো কনের বাবা-মা সবাই ভিড়মি খাবে।’

যাই হোক, প্রতিবছরই টেলিভিশনের মহিষাসুরমর্দিনী দেখে বিভিন্ন রকমের মিম তৈরি হয়। এ বছরও তার অন্যথা হল না। বরং এবছর সেই হাস্যকৌতুক মিশ্রিত প্রতিক্রিয়া কয়েকগুণ বেড়ে গেল।

Monojit

সম্পর্কিত খবর