এক ধাক্কায় গল্প এগোলো বহু বছর, বিদায় নিলেন জনপ্রিয় চরিত্র, ‘জগদ্ধাত্রী’তে এন্ট্রি জলসার নায়িকার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : একবারে একটা লম্বা লিপ নিয়েছে ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) সিরিয়ালটি। বেশ কিছু সময় ধরে গল্পটা একঘেয়ে হয়ে যাচ্ছিল বলে অভিযোগ করেছিলেন দর্শকদের একাংশ। উপরন্তু টিআরপিতেও হঠাৎ একটা পতন দেখা গিয়েছিল। তার জেরেই বড় সিদ্ধান্ত নেন নির্মাতারা। এক ধাক্কায় বেশ কয়েক বছর এগিয়ে যায় ধারাবাহিকের গল্প। আর তার জন্যই ঘটে গিয়েছে বেশ কিছু পরিবর্তন।

জগদ্ধাত্রীতে (Jagadhatri) এসেছে একাধিক বদল

গল্প এগিয়ে যাওয়ায় জগদ্ধাত্রীতে (Jagadhatri) এসেছে বেশ কিছু বদল। পরিবর্তন হয়েছে একাধিক চরিত্রের মুখ। জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা বড় হয়ে গিয়েছে। এই চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে প্রথমে ছিল ধোঁয়াশা। শোনা গিয়েছিল, দুর্গার বড়বেলার চরিত্রে দেখা যেতে পারে ‘ভানুমতীর খেল’ খ্যাত অভিনেত্রী শ্রেয়সী রায়কে। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে জানা যায়, অঙ্কিতা মল্লিক নিজেই থাকবেন দ্বৈত চরিত্রে।

Star jalsha actress entered in jagadhatri serial

বদলে গিয়েছে এই চরিত্রের মুখ: তবে অঙ্কিতা জগদ্ধাত্রী (Jagadhatri) এবং দুর্গা দুই চরিত্রে অভিনয় করলেও অন্যান্য চরিত্রগুলির ক্ষেত্রে দেখা গিয়েছে বদল। আমরা আগেই জানিয়েছিলাম জগদ্ধাত্রীর গল্প এগিয়ে যাওয়ায় ধারাবাহিকের অন্যতম চরিত্র ছোট্ট কাঁকন বদলে যাবে। কৌশিকী মুখার্জীর মূক ও বধির মেয়ে কাঁকনের চরিত্রে এতদিন দেখা যেত শিশুশিল্পী দেবাঙ্গনা ফৌজদারকে। বেশ চ্যালেঞ্জিং চরিত্রটিতে তুখোড় অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন ছোট্ট দেবাঙ্গনা।

আরো পড়ুন : TRP ধরতে মোক্ষম চমক! প্রেম শুরুর আগেই আনন্দী-আদিদেবের মাঝে এন্ট্রি তৃতীয় ব্যক্তির

সিরিয়ালে নতুন এন্ট্রি: কিন্তু এবার যেহেতু গল্প (Jagadhatri) এগিয়ে গিয়েছে, তাই ছোট কাঁকনকেও দেখা গিয়েছে বড় হয়ে যেতে। কাঁকনের বড় বেলার চরিত্রে আগমন হয়েছে অভিনেত্রী প্রিয়ান্তিকা মুখোপাধ্যায়কে। ইতিমধ্যেই কাঁকন চরিত্রে সিরিয়ালে তাঁকে দেখেছেন দর্শক।

আরো পড়ুন : হয়ে গেল সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালে! অতনু-অনীক নাকি দার্জিলিংয়ের আরিয়ান, কে পেল সেরার শিরোপা?

উল্লেখ্য, এর আগে স্টার জলসায় ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে দেখা গিয়েছিল প্রিয়ান্তিকাকে। ছোটপর্দায় একাধিক সিরিয়ালে কাজ করেছেন তিনি। ধ্রুব তারা, সাঁঝের বাতির মতো ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। এবার কাঁকন চরিত্রে দর্শকদের মন কতটা জিততে পারেন অভিনেত্রী সেটাই দেখার।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X