TRP-ই শেষ কথা, নতুনদের জায়গা দিতে একসাথে বিদায় নিচ্ছে তিন তিনটি মেগা! দেখুন তালিকা

বাংলা হান্ট ডেস্ক : সিরিয়াল (Bangla Serial) শুরু বন্ধের খেলায় বদল হচ্ছে অনেক কিছুরই। যার মধ্যে অন্যতম হল পুরনোদের বিদায় এবং বাকিদের স্লট বদল। টিআরপির (TRP) পেছনে ছুটতে গিয়ে একের পর এক সিরিয়াল বন্ধ করছে চ্যানেলগুলি। একটি ধারাবাহিক বন্ধ হতেই তার জায়গা নিচ্ছে নতুন একটি গল্প। আর এই প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে রেহাই নেই এককালীন বেঙ্গল টপারদেরও। টিআরপি কমে গেলেই তাদেরকেও ছুঁড়ে ফেলতে দু মিনিটও ভাবছেনা চ্যানেলগুলি।

এই যেমন কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছে স্টার জলসার পর্দায় আসছে ‘তুমি আশে পাশে থাকলে’ (Tumi Ashe Pashe Thakle) নামের একটি সিরিয়াল। এই মেগার চক্করে বন্ধ হচ্ছে এককালীন টিআরপি টপার গাঁটছড়া (Gaatchora)। শুধু যে গাঁটছড়া বন্ধ হচ্ছে তাই নয়, এই নতুন মেগার জেরে স্লট হারা হচ্ছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Kamala O Sreeman Prithwiraj)। আর এ তো গেল স্টার জলসার কথা, খানিকটা একই পরিস্থিতি প্রতিদ্বন্দ্বী চ্যানেল জি বাংলাতেও (Zee Bangla)।

   

সংশ্লিষ্ট চ্যানেলটি থেকে এখনও পর্যন্ত দুটো ধারাবাহিকের নাম উঠে আসছে যেগুলি বন্ধ হওয়ার মুখে। যারমধ্যে একটি তো একটা সময় লাগাতার স্লট লিড করেছে। সেরা ৩ এর মধ্যে একটা স্থান ছিল তার ধরাবাঁধা। তবে মাঝে একবার লম্বা লিপ নেওয়ার পর থেকেই পড়তে থাকে টিআরপি। যার জেরে এবার সোজা বন্ধের মুখে এই মেগা। আর এই ধারাবাহিকটি হল ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)।

আরও পড়ুন : ‘একমাত্র দেব ইন্ডাস্ট্রিকে ব্যবসা দিচ্ছে’, বিতর্কের মাঝেই বড় বয়ান অভিনেতার

জি বাংলার অপর সিরিয়ালটি হল ‘ইচ্ছে পুতুল’ (Ichhe Putul)। একটা সময় টিআরপি কম ছিল বটে, তখন গল্পেও সেরকম একটা দম ছিলনা। তবে বর্তমান দিনে যে কয়টা সিরিয়ালকে নিয়ে সবচেয়ে বেশী চর্চা হচ্ছে তার মধ্যে একটা হল জি বাংলার ‘ইচ্ছে পুতুল’। এখন শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বন্ধ হবে এই মেগা। অনেকেই তো আশঙ্কা করছে পুজোর আগেই বন্ধ হয়ে যেতে পারে এই তিনটি মেগা।

আরও পড়ুন : উত্তম কুমারের চরিত্রে নীল! প্রথম পোস্টারেই শুরু বিতর্ক, যা বললেন অভিনেতা

00000007627784e7f1a44cb8bcaeee2ccad85db1.webp

অন্যদিকে তরতরিয়ে এগিয়ে চলেছে জি বাংলার ‘ফুলকি’। এসে থেকেই ছক্কা হাঁকিয়েছে এই মেগা। এদিকে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ও (Anurager Chowa) কিছু কম যায়না। লাগাতার বেঙ্গল টপারের খেতাব ধরে রেখেছে এই মেগা। হাড্ডাহাড্ডি কম্পিটিশন দিচ্ছে ‘কার কাছে কই মনের কথা’ এবং ‘সন্ধ্যাতারা’ও। পিছিয়ে নেই ‘নিম ফুলের মধু’ও। এদিকে জলসার নতুন মেগা ‘তোমাদের রানী’ এবং ‘লাভ বিয়ে আজকাল’ও দারুণ পারফর্ম করছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর