বাংলাহান্ট ডেস্ক : যেভাবেই হোক টিআরপি ধরার চেষ্টায় রয়েছে বিভিন্ন সিরিয়াল গুলি (Serial)। সব সিরিয়ালেই চলছে কোনো না কোনো টুইস্ট। দর্শকদের আগ্রহ বলয় রাখতে পরপর মোড় ঘোরানো পর্ব নিয়ে আসছে বিভিন্ন চ্যানেল। যে সিরিয়ালের (Serial) চমক দর্শকদের নজর কাড়তে, সেগুলিতে হু হু করে বাড়ছে টিআরপি।
পরপর সিরিয়ালে (Serial) বদল আসছে চ্যানেলে
একদিকে যেমন পুরনো সিরিয়ালে (Serial) টুইস্ট এনে টিআরপি তোলা হচ্ছে, তেমনি আবার বেশ কিছু নতুন গল্পও নিয়ে আসছে চ্যানেল। বিগত কয়েক সপ্তাহে পরপর তিনটি নতুন সিরিয়াল (Serial) শুরু হয়েছে জি বাংলায়। প্রথমেই দুগ্গামণি ও বাঘমামা, আর তারপর তুই আমার হিরো এবং চিরদিনই তুমি যে আমার জায়গা করে নিয়েছে চ্যানেলে।
আরেকটি সিরিয়াল নিয়ে এল আপডেট: নতুন সিরিয়াল (Serial) শুরু তো হয়েছে। তবে এর জন্য কয়েকটি পুরনো ধারাবাহিকের গল্পে টানা হয়েছে দাঁড়ি। স্টার জলসাতেও নতুন ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক পথচলা শুরু করেছে। আবার অন্যদিকে থেমে গিয়েছে উড়ান এর গল্প। এবার আরো এক সিরিয়াল (Serial) নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল স্টার জলসা।
আরো পড়ুন : হাতে বড় প্রকল্প! আচমকাই মুখ্যমন্ত্রীর বাসভবনে গৌতম আদানি, সামনে এল বড় আপডেট
নতুন সময় ঘোষণা: মাত্র দু মাস আগেই স্লট বদল হয়েছে জলসার অন্যতম সিরিয়াল (Serial) ‘শুভ বিবাহ’র। আগে রাত নটায় সম্প্রচারিত হত এই ধারাবাহিক। কিন্তু চিরসখাকে জায়গা দিতে সরতে হয় এই সিরিয়ালকে। সটান রাত সাড়ে দশটায় পাঠিয়ে দেওয়া হয় শুভ বিবাহকে। আগে যেখানে ধারাবাহিকটি (Serial) স্লট লিডার হত সেখানে এত রাতে সময় বদলে দেওয়ায় বেশ ক্ষুব্ধই হয় দর্শকরা।
আরো পড়ুন : পাকিস্তানেই পরপর নিকেশ ভারত বিরোধী সন্ত্রাসবাদীরা! চমকে দেবে লম্বা লিস্ট
এবার সামনে এল আরেকটি বড় খবর। নতুন সম্প্রচারের সময় জানানো হল শুভ বিবাহর। কী ভাবছেন, ফের নতুন স্লটে পাঠানো হচ্ছে এই ধারাবাহিককে? না, নতুন স্লট ঘোষণা হয়েছে ঠিকই, তবে সেটা রিপিট টেলিকাস্টের। আসলে আগে শুভ বিবাহর কোনো পুনসম্প্রচার এর সময় ছিল না। তবে সম্প্রতি তা ঘোষণা করা হয়েছে চ্যানেলের তরফে। সকাল সাড়ে নটায় রিপিট টেলিকাস্ট হবে এই সিরিয়ালের। তবে পরে এই স্লটটিও আবার বদল হবে কিনা তা জানা যায়নি।