TRP তুলতে জব্বর টুইস্ট! এবার ফিরবে সূর্যর স্মৃতি, টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আসন্ন ট্র্যাক

বাংলা হান্ট ডেস্কঃ নিত্যনতুন চমক দেওয়ায় স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) জুড়ি মেলা ভার। শুরু থেকেই TRP তালিকায় প্রথম দশের মধ্যে নিজের স্থান ধরে রেখেছে এই মেগা। বর্তমানে যেমন দেখা যাচ্ছে, নায়ক সূর্য নিজের স্মৃতি হারিয়েছে। এদিকে স্বামী এবং সংসার সুরক্ষিত রাখতে লড়াই চালিয়ে যাচ্ছে দীপা। তবে এবার ফিরতে চলেছে সূর্যর স্মৃতি!

‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) রুদ্ধশ্বাস ট্র্যাক

এই ধারাবাহিকের (Bengali Serial) ট্র্যাক অনুযায়ী, সূর্যর মাথায় আঘাত করেছে দুষ্কৃতীরা। এরপর স্মৃতি হারায় সে। প্রথমে নিজের নামধাম কোনও কিছুই মনে ছিল না তার। পরিবারের কাউকে চিনতে পারতো না সূর্য। তবে এখন সেই অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। এখন সেনগুপ্ত বাড়ির সবাইকে চিনতে পারার পাশাপাশি আস্তে আস্তে ডাক্তারি পড়াশোনার কিছু কিছু জিনিসও সে মনে করতে পারছে।

সূর্যর হারানো স্মৃতি যাতে ফিরে আসে সেই জন্য দীপা সহ সেনগুপ্ত পরিবারের সকলে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তবে ইরা এবং অর্ণব কিছুতেই এটা হতে দিতে চায় না। বারবার সূর্যর স্মৃতি ফেরাটাকে আটকাতে চায় সে। এবার যেমন ডক্টর সান্যালের কাছে নিয়ে যাওয়ার নাম করে সূর্যকে নিয়ে মোহনপুরের দিকে রওনা দিয়ে ইরা, অর্ণবরা।

আরও পড়ুনঃ বাবার পর টলিউড কাঁপাবে মেয়ে! রইল ‘উমা’ সিনেমার সুন্দরী সারার অদেখা ছবি অ্যালবাম

সব মিলিয়ে জমে উঠেছে ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) বর্তমান ট্র্যাক। তবে এবার সেই গল্প আরও জমে উঠতে চলেছে। কারণ এবার সূর্যর স্মৃতি ফিরতে চলেছে। সম্প্রতি ফেসবুকে একটি ফ্যানপেজে এমনই দাবি করেছেন একজন ভক্ত।

Anurager Chhowa Surjya Deepa

সংশ্লিষ্ট ভক্ত লেখেন, গোপন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শীঘ্রই ‘অনুরাগের ছোঁয়া’য় বড় টুইস্ট আসতে চলছে। হারানো স্মৃতি ফিরে পেতে চলেছে সূর্য। জলদিই টেলিভিশনের পর্দায় এই ট্র্যাক দেখানো হবে বলে খবর। ওই ভক্তের দাবি সত্যি কিনা তা জানতে এবার কয়েকটা দিন অপেক্ষা করতে হবে দর্শকদের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর