মিশকা অতীত, দীপার জীবনে এবার ঝড় তুলবে টিশকা! TRP তুলতে বিরাট টুইস্ট ‘অনুরাগের ছোঁয়া’য়

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিনের অপেক্ষা শেষে স্মৃতি ফিরেছে ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) সূর্যর। কিন্তু তাতেও শান্তি নেই। কারণ বাড়ির সবাইকে চিনতে পারলেও দীপাকে চিনতে পারছে না সে। অবাক করা বিষয় হল, এককালের প্রিয় বান্ধবী মিশকাকে মনে থাকলেও নিজের স্ত্রীকে ভুলে গিয়ে সূর্য। এই অবস্থায় আবার ধারাবাহিকে (Bengali Serial) এন্ট্রি নিয়েছে মিশকার বোন টিশকা রায়। যাকে নিয়ে ঘনীভূত হচ্ছে নতুন রহস্য।

TRP তুলতে বিরাট চমক ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa)

স্টার জলসার এই মেগার সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, একদিকে স্মৃতি ফিরেছে সূর্যর। অন্যদিকে এন্ট্রি নিয়েছে মিশকার যমজ বোন। দুই বোনে কখনও কোনও মিল না থাকলেও মিশকার মৃত্যুর পর নানান আইনি বিষয় মেটাতে বিদেশ থেকে কলকাতায় ফিরতে হয়েছে টিশকাকে। মিশকার শেষকৃত্যে তাকে দেখে বেশ খটকা লাগে দীপার।

   

মিশকার শেষ কথাগুলো বারবার তার কানে বাজতে থাকে। মিশকারা মরে না, ফিরে ফিরে আসে, দীপার (Deepa) মাথায় খালি এই কথাটা ঘুরতে থাকে। এদিকে মিশকার শেষকৃত্য হতে না হতেই হুবহু তার মতো দেখতে টিশকাকে দেখে দীপার সন্দেহ আরও তীব্র হয়। সময় নষ্ট না করে সে সঙ্গে সঙ্গে লাবণ্য সেনগুপ্তর কাছে ছুটে আসে। সেখানে দীপার কথা শুনে সবাই বেশ অবাক হয়ে যায়।

আরও পড়ুনঃ এক লাফে ৭ হাজার টাকা বাড়ল ভাতা! রাজ্য সরকারের সিদ্ধান্তে ধন্য ধন্য করছে সবাই

যে মেয়ের শেষকৃত্যের সাক্ষী তারা প্রত্যেকে, সে আবার কীভাবে ফিরে আসতেও পারে। দীপার কথা অযৌক্তিক মনে হয় তাদের। তবুও সংশয় দূর করতে থানায় ছুটে আসে দীপা আর লাবণ্য। তখন পুলিশের থেকে জানতে পারে, মিশকার (Mishka) শেষকৃত্যে তার বোন টিশকা এসেছিল।

মিশকা নিজের পালিত বাবা পারিজাত সেনের পদবী ব্যবহার করতো। অন্যদিকে টিশকা (Tishka) ছোটবেলা থেকে বিদেশে মানুষ হয়েছে। দুই বোনের মধ্যে কখনওই তেমন বনিবনা ছিল না। পুলিশ একথা বললেও দীপা অবশ্য বিশ্বাস করতে পারে না। কারণ মিশকা কতখানি ভয়ঙ্কর সেটা সে খুব ভালো করে জানে।

Anurager Chhowa Deepa Tishka

অন্যদিকে প্রিয় বান্ধবীর খোঁজে সেনগুপ্ত বাড়িতে মাথায় তুলে নেয় সূর্য। জয়, তিস্তা তাকে সামলাতে পারে না। এর মাঝে ফোন আসে মিশকার। সে বলে, তাকে সেনগুপ্ত বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেই জন্য তার ইচ্ছা থাকলেও একসঙ্গে পড়তে পারছে না। মিশকা সেজে কে ফোন করল সূর্যকে? দীপা কি পারবে সূর্যর স্মৃতি ফেরাতে? উত্তর মিলবে ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) আগামী পর্বগুলিতে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর