ভিলেনের কাছে বারবার পরাজিত নায়িকা! রাজেশ্বরী রূপী দীপাকেও হাতেনাতে ধরে ফেলল ইরা!

বাংলা হান্ট ডেস্কঃ স্টার জলসার (Star Jalsha) সবচেয়ে পুরনো সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) বর্তমানে একেবারে জমে উঠেছে। ইরা, অর্ণবদের মুখোশ খুলতে তৎপর হয়ে উঠেছে দীপা। তাকে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দিলেও শান্তি নেই অপরাধীদের। রাজেশ্বরী আইয়ার নামের এক নার্স রূপে ফের শ্বশুরবাড়িতে ফিরেছে সে।

রাজেশ্বরী রূপে সেনগুপ্ত বাড়িতে এন্ট্রি নিল দীপা

ধারাবাহিকের (Bengali Serial) আসন্ন এপিসোডে দেখা যাবে, রাজেশ্বরী নামের একজন দক্ষিণ ভারতীয় নার্সের ছদ্মবেশে সেনগুপ্ত বাড়িতে ফিরে এসেছে দীপা। সবটাই অবশ্য সম্ভব হয়েছে ডক্টর সেনের সাহায্যে। উনি পাশে না থাকলে দীপার (Deepa) পক্ষে এমনটা করা হয়তো সম্ভব হতো না। সে যাই হোক, শেষ অবধি নয়া রূপে ফের শ্বশুরবাড়িতে এন্ট্রি নিয়েছে সে। দীপার নতুন ছদ্মবেশ এতটাই ভালো যে লাবণ্য সেনগুপ্ত (Labanya Sengupta) অবধি তাকে চিনতে পারেনি।

এদিকে সূর্য প্রথম দেখাতেই রাজেশ্বরীকে (Rajeshwari Iyer) পছন্দ করে ফেলে। সেনগুপ্ত বাড়ির সব সদস্যদের মনেও আস্তে আস্তে জায়গা করে নেয় সূর্যর (Surjya) নতুন নার্স। তবে রাজেশ্বরীর সঙ্গে দীপার মিল খুঁজে পায় ঊর্মি। তাকে দেখে বারবার দিদির কথা মনে পড়তে থাকে তার। তবে গোটা বিষয়টি কিন্তু ইরার নজর এড়ায়নি। দাগি আসামী, তাদের চোখে ধুলো দেওয়া যে সহজ হবে না তা কারোর অজানা নয়।

আরও পড়ুনঃ বোনে বোনে এত হিংসা! ফাঁস হল রানীকে সহ্য করতে না পেরে কাজলের করা কুকীর্তির কথা

‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) আগামী পর্বে আবার দেখা যাবে, রাতের বেলায় রূপা পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাকে ধরতে আসে রাজেশ্বরী রূপী দীপা। তখন অস্ফুট হলেও তার মুখ থেকে রূপার নাম বেরিয়ে পড়ে। তখনই সোনা-রূপা মা-কে বুঝিয়ে দেয় যে তারা আগেই চিনতে পেরেছিল।

Anurager Chhowa Deepa Sona Rupa

বাড়ির সবার চোখে ধুলো দিতে পারলেও দুই মেয়ের চোখকে ফাঁকি দিতে পারেনি দীপা। রাজেশ্বরী সেজে আসলেও ছোট্ট সোনা-রূপা ঠিক তাকে চিনে নেয়। এরপর দুই মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সে। তখনই ঘরে ঢোকে ইরা। তাহলে কি ভেস্তে যাবে দীপার প্ল্যান? এখনই ইরা ধরে ফেলবে তাকে?


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর