‘ইষ্টি কুটুমে’র কমলিকা রূপে জিতেছিলেন দর্শকমন! কোথায় হারিয়ে গেলেন অঙ্কিতা? রইল খবর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বাংলা টেলিভিশনের ইতিহাসের আইকনিক ধারাবাহিকগুলির মধ্যে একটি হল ‘ইষ্টি কুটুম’ (Ishti Kutum)। অর্চি-বাহার গল্প এখনও অনেকের মনে আছে। এই সিরিয়ালেরই একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল কমলিকা। ধারাবাহিকের (Bengali Serial) দ্বিতীয় নায়িকা ছিলেন তিনি। যে চরিত্রে দুর্দান্ত অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী। বাংলা টেলিভিশন থেকে দূরে তিনি এখন কী করছেন জানেন?

কোথায় হারিয়ে গেলেন ‘ইষ্টি কুটুম’ সিরিয়ালের (Bengali Serial) কমলিকা?

স্টার জলসার (Star Jalsha) এই জনপ্রিয় ধারাবাহিকে অঙ্কিতার অভিনয় ভীষণ পছন্দ হয়েছিল দর্শকদের। নিখুঁত অভিনয়ের মাধ্যমে কমলিকা চরিত্রে প্রাণ ঢেলেছিলেন তিনি। যদিও ‘ইষ্টি কুটুম’ শেষ হওয়ার পর সেভাবে আর ছোটপর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে। টেলিভিশন কাঁপিয়ে তিনি পা রাখেন টলিউডে।

‘ব্যোমকেশ ফিরে এলো’ সিনেমা মেদিনীর চরিত্রে অভিনয় করেছিলেন অঙ্কিতা (Ankita Chakraborty)। এরপর ‘আলেয়া’, ‘শঙ্কর মুদি’, ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’, ‘আকাশ অংশত মেঘলা’র মতো বেশ কিছু ছবিতে দেখা যায় তাঁকে। এরপর অঙ্কিতা পাড়ি দেন মুম্বই। তুখোড় অভিনয় মাধ্যমে বেশ কিছু ওয়েব সিরিজে কাজের সুযোগ পান তিনি। সেই তালিকায় নাম রয়েছে ‘হায় তওবা’, ‘ক্রাইমস অ্যান্ড কনফেশনে’র মতো সিরিজের।

আরও পড়ুনঃ সোহিনীর বিয়ে হতেই ‘প্রাক্তন প্রেমিক’কে একহাত! এবার সায়ন্তনীকে ধুয়ে দিলেন রণজয়!

এরপর মুম্বই থেকে ফিরে আবারও টলিউডে কাজ শুরু করেন অভিনেত্রী। ‘পর্ণমোচী’, ‘চরিত্রহীন ৩’, ‘পবিত্র পাপিজ’, ‘গল্পের মায়াজাল’ সহ বেশ কিছু প্রোজেক্টে কাজ করেন। ‘ইষ্টি কুটুমে’র কমলিকা হিসেবে দর্শকদের মন জয় করার বহু বছর পর কালার্স বাংলার ‘ইন্দ্রাণী’ ধারাবাহিকের হাত  ধরে আবারও ছোটপর্দায় কামব্যাক করেন অঙ্কিতা। গত বছর এই সিরিয়াল (Bengali Serial) শেষ হয়েছে। বর্তমানে স্টার প্লাসের ‘ঝনক’ সিরিয়ালে নায়কের দিদির চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।

Bengali serial Ishti Kutum Kamalika Ankita Chakraborty

কেরিয়ারের পাশাপাশি বর্তমানে অঙ্কিতার ব্যক্তিগত জীবনটাও বেশ সাজানো। জনপ্রিয় অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছে তাঁর। কাজ এবং সংসার, আপাতত এই দুই নিয়ে বেশ আছেন ‘ইষ্টি কুটুমে’র কমলিকা।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X