TRP-র দেখা নেই! অন্তিম পর্বের শ্যুটিং হয়ে গেল জলসার এই ধারাবাহিকের, চোখে জল দর্শকদের!

বাংলা হান্ট ডেস্কঃ স্টার জলসার পর্দায় শীঘ্রই শুরু হতে চলেছে ‘তেঁতুলপাতা’। নামভূমিকায় দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায় এবং ঋতব্রতা দে-কে। এই সিরিয়ালের (Bengali Serial) প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই কোন মেগার ওপর কোপ পড়বে তা নিয়ে চর্চা শুরু হয়েছিল। কয়েকদিন আগে প্রকাশ্যে আসে সেই সিরিয়ালের নাম। এবার সম্পন্ন হল ওই ধারাবাহিকের অন্তিম পর্বের শ্যুটিং।

শেষ হচ্ছে স্টার জলসার এই ধারাবাহিক (Bengali Serial)

সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে অভিনেতা রোহন ভট্টাচার্য জানান, শীঘ্রই তাঁদের ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’ (Tumi Ashe Pashe Thakle) শেষ হতে চলেছে। কয়েকদিন আগেই এই মেগার নায়িকা বদল হয়েছে। অঙ্গনা রায়ের পরিবর্তে ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন রুকমা রায়। তার আগে স্লট বদলও হয়েছিল। তবে তা সত্ত্বেও TRP-তে বিশেষ কোনও হেরফের হয়নি। শেষমেষ কঠিন সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ।

সম্প্রতি ‘তুমি আশেপাশে থাকলে’র অন্তিম পর্বের শ্যুটিং সম্পন্ন হয়েছে। এদিন ধারাবাহিকের প্রত্যেক কলাকুশলীকে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। সেদিনের কিছু মুহূর্তের ঝলক সমাজমাধ্যমের পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী নবনীতা দাস।

আরও পড়ুনঃ স্ত্রী-সন্তানকে ছেড়ে নায়িকার সঙ্গে পরকীয়া! যীশু নয়, এবার বিয়ে ভাঙছে টলিপাড়ার এই অভিনেতার?

অন্তিম পর্বের শ্যুটিংয়ের পর সেলিব্রেশনে মাততে দেখা যায় ধারাবাহিকের (Serial) কলাকুশলীদের। কেক কেটে গালে মাখামাখি করেন ‘তুমি আশেপাশে থাকলে’ টিমের সদস্যরা। একগুচ্ছ ছবি শেয়ার করে নবনীতা ক্যাপশনে লেখেন, ‘গল্প শেষের কিছু মুহূর্ত’।

 

View this post on Instagram

 

A post shared by Nabanita❤ (@nabanita.das)


উল্লেখ্য, প্রাইমে টাইমে শুরু হয়েছিল ‘তুমি আশেপাশে থাকলে’র সফর। তবে শুরু থেকেই TRP তালিকায় তেমন কামাল দেখাতে পারেনি এই মেগা (Bengali Serial)। এরপর স্লট বদলালেও ভাগ্য ফেরেনি দেব-পার্বতীর ধারাবাহিকের। এবার ‘তেঁতুলপাতা’ আসায় কোপ পড়ল এই সিরিয়ালের ওপর। তবে শোনা যাচ্ছে, গৌরব-ঋতব্রতার ধারাবাহিক সন্ধ্যা ৭টা বা ৭:৩০টার স্লটে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে আরও একটি ধারাবাহিকের স্লট বদল অথবা গল্পে ইতি পড়তে পারে বলে অনুমান করছেন দর্শকরা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর