বাংলাহান্ট ডেস্ক : টিআরপি ট্র্যাকে রাখতে সিরিয়ালে (Serial) নিত্য নতুন চমক আনা জরুরি। দর্শকদের আগ্রহ বজায় থাকলে তবেই বাড়বে নম্বর। আর টিআরপি থাকলেই সিরিয়ালের মেয়াদও বাড়বে সঙ্গে সঙ্গে। বর্তমানে মেগা ধারাবাহিকের সংজ্ঞা বদলে গিয়েছে। আগে যেখানে বছরের পর বছর ধরে এক একটি সিরিয়াল (Serial) চলত, এখন কয়েক মাস চলতে না চলতেই বন্ধ হচ্ছে ধারাবাহিক।
সিরিয়াল (Serial) শেষের গুঞ্জনে ক্ষুব্ধ দর্শকরা
মূলত টিআরপির কারণেই বর্তমানে সিরিয়ালগুলির (Serial) মেয়াদ কমছে। আচমকাই কিছু কিছু সিরিয়ালের নম্বর কমছে দ্রুত। আর তারপরেই ছড়িয়ে পড়ছে ধারাবাহিক শেষের গুঞ্জন। স্টার জলসার একটি সিরিয়াল (Serial) নিয়েই বেশ কিছুদিন ধরে চলছে গুঞ্জন। মাত্র পাঁচ মাস হল শুরু হয়েছে সিরিয়ালটি। কিন্তু এর মধ্যেই আচমকা ছড়ায় বন্ধের গুঞ্জন।
কমেছে টিআরপি: সিরিয়াল (Serial) প্রেমীরা জানেন, স্টার জলসার ‘দুই শালিক’ সিরিয়ালটি বেশ কিছুদিন ধরেই শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি গল্পের ট্র্যাক বদলেছে। ফাঁস হয়ে গিয়েছে আঁখি ঝিলিকের সত্যিটা। পিআরকের মুখোমুখি হয়ে গিয়েছে আঁখি ঝিলিক। আর এসব দেখেই সংশয়ে দর্শকরা। অনেকে মন্তব্য করেছেন, এত তাড়াতাড়ি সবকিছু দেখিয়ে দিচ্ছে। কোনো টুইস্টই তো বাকি রাখছে না। এভাবেই যদি সব রহস্য পরপর ফাঁস করে দেয় তাহলে পরে কী দেখাবে!
আরো পড়ুন : ‘এখনো বিছানায় সক্ষম’ বলে বুক বাজিয়েছিলেন, ৭৫-এ এসে ফের প্রেমে পড়লেন কবীর সুমন!
সামনে এল প্রোমো: আসলে টিআরপি কমলেও দর্শক মহলে বেশ ছাপ ফেলেছে দুই শালিক। তাই অনেকেই চান না, এত তাড়াতাড়ি শেষ হোক গল্প। আর এবার দর্শকদের মন ভালো করেই এল বড় টুইস্ট। সদ্য মুক্তি পাওয়া প্রোমোতে (Serial) দেখা গেল, আঁখি ভেবে ঝিলিককে বন্দি করে রেখেছে প্রিয়রঞ্জন। সম্পত্তির দলিলে তাকে দিয়ে সই করাতে যেতেই সেখানে হাজির হয় আঁখি।
আরো পড়ুন : চিনকে “টাইট” দিতে এবার বড় অ্যাকশন! ভারতীয় সেনার শক্তি বাড়াবে ট্রাম্পের মাস্টারস্ট্রোক
নিজের পরিচয় দিতেই আঁখিকে গুলি করতে উদ্যত হয় প্রিয়রঞ্জন। আর তারপরেই দর্শকদের চমকে দিয়ে তার হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে আঁখিকে গুলি করে ঝিলিক। সম্পত্তির ভাগ নিতে তাকে পিআরকের সঙ্গে হাত মেলাতে দেখেই চোখ কপালে দর্শকদের। প্রোমো দেখেই বোঝা গিয়েছে, ফের বদলাতে চলেছে গল্পের ট্র্যাক। আসছে বড় কোনো টুইস্ট। সিরিয়াল যেন বন্ধ না হয়, এমনটাই কামনা দর্শকদের।